জন্ম নিবন্ধন অনলাইন আবেদন, সংশোধন ও যাচাইয়ের আপডেট নিয়মাবলি (2022)
bdris: Birth Certificate Application Guides (2022 Update)
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আজকের এই জন্ম নিবন্ধন নিয়ে তথ্যবহুল পোস্টে আপনাকে স্বাগতম। আপনারা যারা নতুন জন্ম নিবন্ধন অনলাইন আবেদন বা সংশোধন কিংবা শুধু জন্ম সনদ অনলাইনে আছে কিনা তা যাচাই বা বের করার সহজ নিয়ম খুজছেন। তাদের জন্যই এই জন্ম নিবন্ধন সাইটের ইউজার মেনুয়াল পোস্টটী।
নতুন জন্ম নিবন্ধন আবেদন পদ্ধতি ২০২২
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রত্যেক নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইনকরন বাধ্যতামূলক করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কিন্তু আমাদের মাঝে অনেকেই আছেন যারা এখনো নিজেদের অথবা পরিবারের কারও জন্ম নিবন্ধন অনলাইন এ ডাটাবেইজে রেজিস্ট্রি করেন নি। তাই ডিজিটাল জন্ম নিবন্ধনের আওতায়ও পড়েন নি।
কারন হিসেবে বলতে গেলে বলা যায় যে, আপনি হয়তবা এখনো জানেন না যে কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের আবেদন বা সংশোধন করতে হয়। আর তা করতে গেলে কি কি কাগজপত্র/দলিলাদির প্রয়োজন পড়ে। অথবা পূর্বে রেজিস্ট্রার করা জন্ম নিবন্ধন ইতোমধ্যে অনলাইনভুক্ত আছে কিনা তা যাচাই করার নিয়ম।
আর কোন চিন্তার কারন নাই, আজকে আপনার জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে আবেদন বা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন ও জন্ম নিবন্ধন তথ্য যাচাই কিভাবে করা যার তার উপরে থাকছে A টু Z গাইডস।
আমাদের ম্যাগাজিনবিডীতে জন্ম সনদ সংক্রান্ত ক্রমান্নয়ে সেকল পোস্ট পাবেন;
- জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার নিয়ম ও আবেদনের বর্তমান অবস্থা,
- জন্ম নিবন্ধন সংশোধনের নিয়মাবলি ও
- অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করার সহজ পদ্ধতি।
একটি কথা: জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল প্রশ্ন ও উত্তর এই পোস্টের শেষে FAQ আকারে দেওয়া হয়েছে।
অনলাইন মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন, মৃত্যু সনদ যাচাই ও মৃত্যু নিবন্ধনের ফর্ম সংক্রান্ত সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন।
এখান থেকে শুরু,
অনলাইন জন্ম নিবন্ধন আবেদন এর নিয়মাবলি:
প্রথমে শুরু করছি, অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম নিয়ে। একটি কথা বলে রাখি, নিচের দেওয়া ধারাবাহিকভাবে টেক্সট ও স্ক্রিনশটের মাধ্যমে দেখানো নিয়মগুলো পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করা কিংবা নতুন জন্ম নিবন্ধন রেজিস্ট্রার করা উভয়ের ক্ষেত্রেই সেইম/একই।
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন প্রক্রিয়া | Jonmo Nibondhon Online Abedon Processes
নিয়ম: 01 নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে প্রথমে আপনাকে “জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রি” এর অফিশিয়াল ওয়েবসাইট → https://bdris.gov.bd/ এ যেতে হবে।
↓
নিয়ম: 02 হোমপেইজের মেনু অপশন থেকে “জন্ম নিবন্ধন” অপশনে মাউস রাখলে/টাচ করলে একটি ড্রপ-ডাউন মেনু আসবে এবং সেখানে “জন্ম নিবন্ধন আবেদন” অপশন দেখতে পাবেন। অতঃপর জন্ম নিবন্ধন আবেদন অপশনে ক্লিক করতে হবে।
↓
নিয়ম: 03 জন্ম নিবন্ধনের জন্য আবেদন পেইজে প্রথমে আপনার ঠিকানা নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি যেই ঠিক ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান সেই ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। সেখানে নিম্ন লিখিত ঠিকানাগুলো আপনার সিলেকশনের জন্য পাবেন;
- জন্মস্থান,
- স্থায়ী ঠিকানা ও
- বর্তমান ঠিকানা।
অতপর, আপনার সঠিক ঠিকানাটি নির্বাচন করবেন।
↓
নিয়ম: 04 জন্ম নিবন্ধনের এই পেইজে আপনার সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। আপনার ডকুমেন্টস অনুযায়ী (স্কুল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, টিকা কার্ড) যেকোন একটির সাথে ১০০% মিল রেখে ফর্মটি পূরন করতে হবে।
যেমনঃ
- আপনার নামের প্রথম ও শেষ অংশ (বাংলায়),
- আপনার নামের প্রথম ও শেষ অংশ (ইংরেজিতে),
- আপনার জন্ম তারিখ (ইংরেজিতে)
- সন্তানের ক্রম: আপনি পিতা বা মাতার কততম সন্তান,
- আপনার লিঙ্গ,
- আপনার জন্মস্থানের ঠিকানা:
- দেশ,
- বিভাগ,
- জেলা,
- সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট / উপজেলা,
- পৌরসভা / ইউনিয়ন,
- ওয়ার্ড,
- ডাকঘর (বাংলায় ও ইংরেজিতে),
- গ্রাম / পাড়া / মহল্লা (বাংলায় ও ইংরেজি)
- বাসা ও সড়ক (নাম, নম্বর) বাংলায় ও ইংরেজিতে।
↓
নিয়ম: 05 এই বার্থ রেজিস্ট্রেশন ফর্মে পূরণ করা আপনার জন্ম তারিখ, মাস ও সাল প্রুভ করার জন্য আপনার কমপক্ষে ২টি ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক। অর্থাৎ জন্ম নিবন্ধন করতে আপনার যা যা দলিলসমূহ/ডকুমেন্টস লাগবে তা আপনার আছে কিনা সেটার স্বীকারোক্তি দিতে হবে।
এবং আবেদনের সর্বশেষ পর্যায়ে সেই দলিলগুলো/কাগজপত্রগুলো সাবমিট করতে হবে। চিন্তার কোন কারন নাই, এখানে আমরা ধিরে ধীরে স্টেপে স্টেপে সব বিষয়গুলো দেখিয়ে দিব।
এখন নিচের বলা ডকুমেন্টগুলোর মধ্যে সর্বনিম্ন যে ২টি দলিল আপনার থাকতে হবে তা জেনে নেই।
- চিকিৎসকের থেকে নেওয়া প্রত্যায়ন পত্র যা অবশ্যই বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী অথবা সরকারী প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং যেকোন শিক্ষা বোর্ড থেকে পাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
- পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)।
↓
নিয়ম: 05 পরবর্তী স্টেপে এসে আপনার পিতা-মাতার তথ্য দিতে হবে। যেমনঃ পিতা-মাতার অনলাইন নিবন্ধিত ডিজিটাল জন্ম নিবন্ধন থাকলে তার নাম্বার দিতে হবে, না থাকলেও সমস্যা নাই। বর্তমানে আগের মত পিতা-মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন থাকাটা বাধ্যতামূলক নয়।
আপনি ভোটার আইডি কার্ড/স্মার্ট আইডি কার্ড/ জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে তা চালিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের নাম্বার বসানোর সাথে সাথেই অটোমেটিক্যালি নামের (English & Bangla) বক্স/ঘর পূরন হয়ে যাবে।
আর আপনার যদি অনলাইন জন্ম নিবন্ধন কিংবা ন্যাশনাল আইডী কার্ড না থেকে থাকে তাহলে পিতা-মাতার বাংলা ও ইংরেজি নাম আপনার স্কুল সার্টিফিকেট বা টিকা কার্ড বা মেডিক্যাল রিপোর্টের তথ্য অনুযায়ী লিখে পূরণ করবেন।
↓
নিয়ম: 08 তারপর পরবর্তী পেইজে আপনি আপনার কোন ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে রাখতে চান কিনা তা নিশ্চিত করতে হবে।
আর যদি জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে উভয় যায়গায় ক্লিক করে টিক মার্ক করে দিন। এরপর “পরবর্তী” বাটনে ক্লিক করে পরের পেইজে যান।
↓
নিয়ম: 09 এবার এখানে আবেদনকারীরর সাথে আপনার কি সম্পর্ক আছে তা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আবেদনকারী আপনি নিজে হলে নিজ সিলেক্ট করে দিবেন অন্যথায় পরিবারের কোন সদস্য হলে নিবন্ধনকারীর সাথে যে সম্পর্ক হয় তা সিলেক্ট করে দিবেন।
এছাড়াও সহজে জন্ম নিবন্ধনের আবেদনের পরবর্তী অবস্থা জানার জন্য আবেদনকারীর নাম ও ইমেইল ঠিকানা অবশ্যই প্রদান করতে হবে। তাহলে জন্ম নিবন্ধনের আবেদনের পরবর্তী আপডেটস ইমেইল ও ফোন নাম্বারের মাধ্যমে পেয়ে যাবেন।
↓
নিয়ম: 10 পরিশেষে, এই পেইজে নিয়ম-05 এ বলা আপনার ডকুমেন্টস এর যে কোন ২টি ডকুমেন্টের স্ক্যানকপি/ক্লিয়ার ক্যামেরা কপি আপলোড করে সাবমিট করতে হবে।
বিঃদ্রঃ আপনার স্ক্যান করা বা ক্যামেরায় ধারন করা ডকুমেন্টের পিকের সাইজ অবশ্যই 100KB এর কম হতে হবে। সাইজ নিয়ে দুশ্চিন্তায় থাকলে সেক্ষেত্রে আপনি Adobe Photoshop এ ইডিট করে অথবা Online Image Resizer tools ব্যবহারের মাধ্যমে 100kb এর কম সাইজ করে নিতে পারেন।
তারপর সেগুলো আপলোড করে নিচে “পরবর্তী” পেইজ বাটনে ক্লিক করবেন।
↓
নিয়ম: 07 এবার আপনার রিভিশনের পালা! ভালোভাবে মনোযোগ দিয়ে আপনার পূরন করা তথ্যগুলো দেখে নিন। কারন আপনার আবেদনপত্রটি একবার সাবমিট করা হয়ে গেলে আর এই আবেদনপত্রটিতে কোন এডিট করার সুযোগ থাকবেনা।
তাই ভুল তথ্য দিয়ে আবেদন সাবমিট করলে জন্ম নিবন্ধন রেজিস্ট্রার অথোরিটি তা মঞ্জুর করবেনা। অন্যথায় আবার নতুন করে জন্ম নিবন্ধনের আবেদন করতে হবে।
অতএব, রিভিশনে সবকিছু ঠিকঠাক থাকেলে “Submit” এ ক্লিক করে আপনার আবেদনটি সফল করুন। আবেদন সফল্ভাবে হয়ে গেলে আপনাকে আপনার জন্ম নিবন্ধন আবেদন নাম্বার প্রদান করা হবে।
↓
Good Job! আপনার কাজ শেষ। এবার আবেদন পত্রটি প্রিন্ট করে নিন। তারপর আপনার ইউনিয়ন পরিষদের পালা। ইউনিয়ন পরিষদের অনলাইন উদ্যোক্তা/সচিবের সাথে যোগাযোগ করে আপনার জন্ম নিবন্ধন আবেদন পত্রটি+ অনলাইনে সাবমিট করা ডকুমেন্টসগুলোর ফটোকপি একসাথে পিনআপ করে তাদেরকে জমা দিন এবং জন্ম নিবন্ধন ফি দিয়ে আপনার ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধনটি হাতে বুঝে নিন।
শেষ কথা;
উপরিউক্ত ১-১০টি ধাপের নিয়ম ফলো করে আপনি সহজেই আপনার হাতের লেখা জন্ম নিবন্ধন থেকে ডিজিটাল/অনলাইনভুক্ত জন্ম নিবন্ধন করতে পারবেন। আমাদের এই পোস্টটী কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যা, এই পোস্টে জন্ম নিবন্ধন আবেদন সংক্রান্ত কোন তথ্য বাদ গেলে এবং তা আপনার জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু!
জন্ম নিবন্ধন ফি+ জন্ম নিবন্ধন আবেদন সংক্রান্ত অন্যান্য সকল তথ্য নিচে “FAQ Section” এ থাকছে।
২০২২ সালে জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করা কি বাধ্যতামূলক?
জি অবশ্যই। কিন্তু বর্তমানে পূর্বের মত ফাকা জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরন করে ইউনিয়ন পরিষদে জমা দিলে তা গ্রহণ করা হবেনা। কারন এখন জন্ম নিবন্ধনের আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এবং অনলাইন জন্ম নিবন্ধন আবেদন শেষে অটোমেটিক্যালি ফরম পূরণ হয়ে যাবে এবং আবেদন নাম্বার তৈরি হবে। আপনি তা একটি ডাউনলোড/প্রিন্ট করতে পারবেন।
নতুন জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার নিয়ম ২০২২
জন্ম নিবন্ধন ফরমঃ নতুন জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার জন্য আপনাকে bdris.gov.bd সাইটে গিয়ে জন্ম নিবন্ধনের আবেদন করতে হবে। অতঃপর অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করার মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করা হয়ে যাবে।
বিঃদ্রঃ ডিজিটাল জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কাগজ কলমের ফর্ম/ফরম পূরণ এখন গ্রহন করা হয়না।
কিভাবে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করব?
জন্ম নিবন্ধনের সাইট bdris.gov.bd এ জন্ম নিবন্ধন আবেদন শেষ হলে আপনাকে অটোমেটিক জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করার পেইজে নিয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন হলে কিবোর্ড থেকে (CTRL+P) বাটন চেপে প্রিন্ট অপশন আনতে পারবেন। এবং আপনার প্রিন্টার+ প্রিন্ট প্রপারটি বাছাই করে প্রিন্ট করে নিতে পারবেন।
জন্ম নিবন্ধন নতুন লিংক কোনটি?
২০২২ সালের আপডেট করা জন্ম নিবন্ধন নতুন লিংকটি হলোঃ https://bdris.gov.bd/br/application
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ এর আপডেট নিয়মাবলি
Online Birth Registration: ২০২২ সালের জন্ম নিবন্ধনের আপডেট নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রত্যেক নাগরিককে তাদের জন্ম নিবন্ধন অনলাইনভুক্ত করতে হবে।
কিভাবে অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করতে হয় তা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড কিভাবে করব?
২০২২ সালের অনলাইনভুক্ত ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড এর অনুমতি জনগণকে এখনও প্রদান করা হয়নি। তাই আপনি অনলাইনে আপনার জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন না। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার অনুমতি শুধুমাত্র সকল ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবের জন্যই রয়েছে।
বর্তমানে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?
২০২২ সালের আপডেট জন্ম নিবন্ধনের নিয়ম অনুযায়ী আপনার নিচের উল্লেখিত ডকুমেন্টগুলোর যেকোন ২টি থাকতে হবে।
→ চিকিৎসকের থেকে নেওয়া প্রত্যায়ন পত্র যা অবশ্যই বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী অথবা সরকারী প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং যেকোন শিক্ষা বোর্ড থেকে পাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
→ পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)।
How to jonmo nibondhon online registration successful?
Online birth registration Bangladesh: In order to successfully a birth registration (jonmo nibondhon) in the online application, you have to visit (https://bdris.gov.bd/br/application) the site and fill up your authentic personal information as follows by submitting the form.
After completing your birth registration application, you should print your application form and Submit it to your Area Union Council Authority.
How Much Birth Certificate fee Bangladesh 2022?
Birth certificate fee in bd for 2022: For a new birth certificate you have to pay 100 Taka. This amount will be shared equally by the Government and Union Parishad Secretary.
Upcoming Posts regarding Jonmo Nibondhon;
→ নতুন জন্ম নিবন্ধনের আবেদনের বর্তমান অবস্থা জানার উপায়/নিয়ম/পদ্ধতি (2022)। → জন্ম নিবন্ধন সংশোধন ও যাচাইয়ের আপডেট নিয়মাবলি (2022) → জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম(2022)