ভাষা ও ব্যাকরণ: ভাষা কাকে বলে; মাতৃভাষা কাকে বলে; বাংলা ব্যাকরণ [English-Bangla]

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, “English-Bangla Grammar rules”– এর আজকের ১ম পর্বে তোমাদের জানাই সুস্বাগতম। সকল class এর ছাত্র-ছাত্রীদের Language and Grammar (ভাষা ও ব্যাকরণ) গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ থেকে তোমরা ভাষা ও ব্যাকরণের মধ্যকার কিরুপ সম্পর্ক আছে তা জানবা এবং পাশাপাশি ভাষা ও ব্যাকরণ নিয়ে A-Z প্রশ্ন ও উত্তর শিখে নিতে পারবা।

তোমরা যারা Class 1, 2, 3, 4, 5 পড় তোমাদের জন্য পার্ফেক্ট হবে এই ভাষা, মাতৃভাষা নিয়ে পোস্টটি।

তো চলো আর দেরি নয়, এখনি শুরু করা যাক 🙂

Language and Grammar (ভাষা ও ব্যাকরণ)

Language and Grammar (ভাষা ও ব্যাকরণ);
ভাষা কী ; ভাষা কাকে বলে কত প্রকার ও কি কি ?

ভাষা কী ; ভাষা কাকে বলে কত প্রকার ও কি কি ?

ভাষা কী?

উপরের ছবিতে তোমরা দেখতে পাচ্ছো যে, একজন অন্যজনের সাথে কথা বলছে। এভাবে দৈনন্দিন প্রয়োজনে মানুষ পরস্পরের সাথে কথা বলে ভাব বিনিময় করে থাকে। এ ভাব প্রকাশের প্রয়োজনেই ভাষার সৃষ্টি। নিজের ভাব, আবেগ, অনুভূতি আর চিন্তাকে অন্যের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজন প্রকাশ মাধ্যম। আর এই প্রকাশ মাধ্যমই হলো “ভাষা“।

ভাষা কাকে বলে?

তাই বলা চলে, মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যেসব ধ্বনি বা Sound উচ্চারণ করে তাকে ইংরেজিতে Language বা ভাষা বলে।

ভাষা কাকে বলে in English

The English Definition of Mother language: “The sound which is used to express a sense is called the Language.”

সার্থক বাক্য কাকে বলে?

মানুষ কথা বলার সময় কণ্ঠ থেকে বেরিয়ে আসা আওয়াজ মুখের ভেতরের বিভিন্ন জায়গা স্পর্শ করে ধ্বনি আকারে বেরিয়ে আসে। এ ধ্বনিগুলো মিলে হয় একটি অর্থবোধক শব্দ আর কয়েকটি শব্দ মিলে হয় একটি সার্থক বাক্য। অর্থাৎ, অর্থবোধক শব্দ দ্বারা সার্থক বাক্য সৃষ্টির মাধ্যমেই ভাষার পরিপূর্ণতা পায়।

languages variations

বর্তমানে পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে?

বর্তমানে পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে বা বিশ্বে মোট কতটি ভাষা প্রচলিত আছে এ নিয়ে প্রায়ই পরিক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে।

অনেক বাংলা গ্রামারের মতে, পৃথিবীতে ৩,৫০০ ভাষা প্রচলিত আছে। তবে দিন দিন নতুন নতুন ভাষার সৃষ্টি হচ্ছে। তাই এখন বিশ্বে ৩,৫০০ ভাষার মাঝেই সীমাবন্ধ নেই।

উইকিপেডিয়ার আপডেটেড তথ্য অনুযায়ী বর্তমানে পৃথিবীতে ৭,১০০ হাজার ভাষা প্রচলিত আছে।

বর্তমানে পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে?

উত্তর: উইকিপেডিয়ার আপডেটেড তথ্য অনুযায়ী বর্তমানে পৃথিবীতে ৭,১০০ হাজার ভাষা প্রচলিত আছে।
World Total Language count report as per wikipedia

ভাষা অঞ্চল ও দেশ ভেদে ভিন্ন হয়ে থাকে। তাই বর্তমানে বিভিন্ন জাতি ও দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। যেমন;

● বাংলাদেশের ভাষা- Bangla (বাংলা)।
● আমেরিকা ও ইংল্যান্ডের ভাষা- English (ইংরেজি)।
● ভারতের ভাষা-Hindi (হিন্দি) ইত্যাদি ।

মাতৃভাষা কি ; মাতৃভাষা কাকে বলে; মাতৃভাষা বলতে কী বুঝ?

মাতৃভাষা কাকে বলে?

মা যে ভাষায় কথা বলেন, শিশুরাও মায়ের মুখে শুনতে শুনতে প্রথমে সে ভাষাতেই কথা বলতে শিখে। তাই মায়ের মুখ থেকে শেখা ভাষাই হলো মাতৃভাষা

প্রত্যেক দেশের মানুষেরই নিজস্ব মাতৃভাষা আছে। আমরা বাংলাদেশে বাস করি। বাংলাদেশের সকল মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাই আমাদের মাতৃভাষা বাংলা

অতএব, মাতৃভাষার সংজ্ঞা হলো মানুষ মায়ের মুখ থেকে শুনে শুনে যে ভাষা শেখে তাকে Mother Language বা Mother Tongue বা মাতৃভাষা বলে

The English Definition of Mother language: “The language that is learned from the mother is called Mother Language.”

Grammar (ব্যাকরণ) :

সুপ্রাচীনকাল থেকে মানুষ কথা বলা শিখেছে মুখে মুখে। তখন তার কথার কোনো লেখ্য রূপ ছিল না। মৌখিক ভাষা কাঠামোকে বিশ্লেষণ করে লেখ্য রূপ প্রকাশের প্রয়োজনেই ব্যাকরণের সৃষ্টি। ভাষা সৃষ্টির আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত নানা বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে একটি সার্বজনীন/সর্বজন গৃহীত রূপ নির্দেশ করার শাস্ত্রই ব্যাকরণ।

ব্যাকরণ কাকে বলে?

ভাষার নিয়ম-শৃঙ্খলা আবিষ্কার ও অভ্যন্তরীণ সৌন্দর্য উদ্ঘাটন করে তার সুবিন্যস্ত ও সুসংহত বর্ণনার নামই Grammar বা ব্যাকরণ । অতএব বলা চলে, Grammar বা ব্যাকরণ হলো একগুচ্ছ কাঠামোবদ্ধ নিয়মের সমষ্টি যা উক্ত ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে ও পড়তে সাহায্য করে ।

আমরা বাঙ্গালী তাই আমরা বাংলা ব্যাকরণ শিখি ও এর নিয়মনীতি মেনে চলি।

The English Definition of Grammar: “Grammar is a set of structural rules that are used in reading, writing
and speaking that language correctly.”

● English Language (ইংরেজি ভাষা) :

ইংল্যান্ড ও আমেরিকার অধিবাসীরা যে ভাষায় কথা বলে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে English Language বলে। বর্তমান পৃথিবীতে ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত। তাই, আমাদের অবশ্যই ইংরেজি ভাষা ভালোভাবে শিখতে হবে।

● English Grammar (ইংরেজি ব্যাকরণ):

অন্যান্য ভাষার মতো ইংরেজি ভাষারও নিজস্ব নিয়ম-কানুন আছে। আর নিয়ম-কানুন আছে বলেই ইংরেজি ভাষার Grammar আছে। ইংরেজি ভাষার নিয়ম-কানুন জানা তথা ইংরেজি ব্যাকরণ বা English Grammar পাঠ করা প্রতিটি শিক্ষার্থীর জন্যই অত্যাবশ্যক ।

ইংরেজি ব্যাকরণ এর সঙ্গা: যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষার সঠিক নিয়ম-কানুন জানা যায় এবং ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায়, তাকে ইংরেজি ব্যাকরণ বা English Grammar বলে।

The English Definition of English Grammar: “The correct method of reading, writing, and speaking of English language, it is called English Grammar.”

ভাষা ও ব্যাকরণ নিয়ে কুইজ ; Language and Grammar Quize

ভাষা ও ব্যাকরণ নিয়ে কুইজ ; Language and Grammar Quize

এখান থেকে ভাষা ও ব্যাকরণ নিয়ে কুইজ বা Language and Grammar Quize এর অংশ শুরু হচ্ছে। তোমরা উপরের দেওয়া ভাষা ও ব্যাকরণ অংশ যদি ঠিকঠাকভাবে দেখে এবং বুঝে থাকো তাহলে তুমি কুইজে অবশ্যই পাশ করবে। কিন্তু নো চিন্তা, না পারলেও সমস্যা নেই। তোমার সুবিধার্থে আমি ভাষা ও ব্যাকরণ অংশের সব কুইজের উত্তর ও দিয়ে রাখছি।

Exercise for Practice

  1. Language বা ভাষা কাকে বলে?
  2. Mother Language বা মাতৃভাষা কাকে বলে?
  3. English Language বা ইংরেজি ভাষা কাকে বলে?
  4. Grammar বা গ্রামার কাকে বলে?
  5. English Grammar বা ইংলিশ গ্রামার কাকে বলে?

So, তুমি এবার ঝটপট করে উত্তর দিয়ে ফেলো। 🙂 আর আমার দেওয়া সমাধান ছাড়াই যদি তুমি সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পার , তাহলে অবশ্যই এই পোস্টের শেষে কমেন্ট বক্সে তা বলে যাবা।

  1. Language বা ভাষা কাকে বলে?

    Answer: বাগযন্ত্রের মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যেসব ধ্বনি বা Sound উচ্চারণ করে তাকে ইংরেজিতে Language বা ভাষা বলে।

  2. Mother Language বা মাতৃভাষা কাকে বলে?

    Answer: মানুষ মায়ের মুখ থেকে শুনে শুনে যে ভাষা শেখে তাকে Mother Language বা Mother Tongue বা মাতৃভাষা বলে

  3. English Language বা ইংরেজি ভাষা কাকে বলে?

    Answer: ইংল্যান্ড ও আমেরিকার অধিবাসীরা যে ভাষায় কথা বলে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে English Language বলে।

  4. Grammar বা গ্রামার কাকে বলে?

    Answer: ভাষার নিয়ম-শৃঙ্খলা আবিষ্কার ও অভ্যন্তরীণ সৌন্দর্য উদ্ঘাটন করে তার সুবিন্যস্ত ও সুসংহত বর্ণনার নামই Grammar বা ব্যাকরণ

  5. English Grammar বা ইংলিশ গ্রামার কাকে বলে?

    Answer: যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষার সঠিক নিয়ম-কানুন জানা যায় এবং ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায়, তাকে ইংরেজি ব্যাকরণ বা English Grammar বলে।

  6. আন্তর্জাতিক ভাষা কাকে বলে?

    নিজ দেশের ভাষা ছাড়া অন্যদেশের ভাষাকেই আন্তর্জাতিক ভাষা বা ভিনদেশি ভাষা বলে। যেমন; ইংরেজি, হিন্দি ইত্যাদি।

  7. মাতৃভাষার সংজ্ঞা কি?

    মানুষ মায়ের মুখ থেকে শুনে শুনে যে ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে। ইংলিশে মাতৃভাষাকে Mother Language বা Mother Tongue বলে।

বাংলা ভাষা ও ব্যাকরণ mcq for All classes

# সঠিক উত্তরগুলো চিহ্নিত কর।

A. ভাষার ক্ষুদ্রতম একক কি?

  1. Grammar
  2. Sentence
  3. Word
  4. Letter

B. ভাষায় নিয়ম-নীতি বলতে বোঝায়।

  1. Language
  2. Grammar
  3. Letter
  4. Alphabet

C. ইংরেজি কোন দেশের মাতৃভাষা?

  1. হল্যান্ড 
  2. ইংল্যান্ড
  3. থাইল্যান্ড
  4. পোল্যান্ড

D. ইংরেজি কোন দেশের দ্বিতীয় ভাষা?

  1. ইংল্যান্ড 
  2. স্কটল্যান্ড
  3. আয়ারল্যান্ড
  4. সুইজারল্যান্ড

E. Sound অর্থ কি?

  1. ধ্বনি
  2. আওয়াজ
  3. ভাষা
  4. চিহ্ন

F. মনের ভাব প্রকাশ করাকে কি বলে?

  1. Language
  2. Grammar
  3. Word
  4. Sound

G. আন্তর্জাতিক ভাষা কোনটি?

  1. Japanese
  2. English
  3. Chinese
  4. Bengali

===উত্তরমালা===

নিচে বাংলা ভাষা ও ব্যাকরণ mcq এর সমাধান দেওয়া হলো:

A. ভাষার ক্ষুদ্রতম একক কি?

উত্তর: Letter বা বর্ণ।

B. ভাষায় নিয়ম-নীতি বলতে বোঝায়

উত্তর: Grammar বা ব্যাকরণ

C. ইংরেজি কোন দেশের মাতৃভাষা?

উত্তর: সুইজারল্যান্ড।

E. Sound অর্থ কি?

উত্তর: ধ্বনি।

F. মনের ভাব প্রকাশ করাকে কি বলে

উত্তর: Language বা ভাষা বলে।

G. আন্তর্জাতিক ভাষা কোনটি?

উত্তর: English বা ইংরেজি।

ইংরেজি শিক্ষামূলক পরবর্তী পোস্ট পড়তে- ইংরেজি শিক্ষা তে যান।

ধন্যবাদ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.