লাইলাতুল কদরের রাত চেনার উপায় ও সহীহ আমলগুলো জানুন।

পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোর মধ্যে ফজিলতপূর্ণ একটি রাত লাইলাতুল কদর। ২০২৩-এ এই লাইলাতুল কদরের রাত চেনার উপায়গুলো কি কি, আর এ রাতের নামাজ, দোয়া, জিকির আজকার ইত্যাদি আমলগুলো সম্পর্কে আজকের এই ইসলামিক পোস্টটি সাজানো।

লাইলাতুল কদর কি?

শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর। যার অর্থ হলো সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত, ভাগ্যরজনী। তাই এই রাতটি সমগ্র মুসলমানদের জন্য ভাগ্য রজনীর রাত হিসেবে কুরআন-হাদিসে এসেছে।

১৪৪০ বছর আগে এই লাইলাতুল কদরের মহিমান্নিত রাতেই মহাগ্রন্থ, হেদায়েতের বানী ও চুড়ান্ত আসমানী কিতাব পবিত্র আল কুরআন মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর কাছে অবতীর্ণ হয়।

তাই মহান আল্লাহ তা’য়ালা এই রাতটিকে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ ও উত্তম বলেছেন।

লাইলাতুল কদরের রাত চেনার উপায়

মহিমান্নিত এই রাতকে চেনার বেশ কিছু আলামত কিংবা নিদর্শন রয়েছে। নিচে লাইলাতুল কদর সম্পর্কে হাদিস এর আলোকে এ রাতকে চেনার কিছু আলামত ও উপায়সমূহ নিয়ে আলোচনা করা হলো।

পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোর মধ্যে ফজিলতপূর্ণ একটি রাত লাইলাতুল কদর হয়ে থাকে। সুতরাং লাইলাতুল কদর- ২১,২৩,২৫,২৭,২৯ রমজান দিবাগত রাতগুলোর যে কোন রাতে হয়ে যেতে পারে।

তবে আমাদের দেশে অনেকে ২৭ রমজানের রাতকে শবে কদরের রাত হিসেবে আমল করে থাকেন যেটি হাদিস দ্বারা শুধু ওই দিনকে নির্ধারন করা হয়নি।

তাই ২১,২৩,২৫,২৭,২৯ রমজানের রাতগুলোতে লাইলাতুল কদর হিসেবে আমল করার জন্য ইসলামিক স্কলাররা সুপারিশ করে থাকেন।

লাইলাতুল কদরের রাত চেনার উপায় ও আলামত সমূহ:

  1. ১ম আলামতঃ সেই রাত হবে পূর্ণিমার চাঁদের মতো, গভীর অন্ধকারে ছেয়ে যাবে নাহ ।
  2. ২য় আলামতঃ রাতটি নাতিশীতোষ্ণ হবে অর্থাৎ প্রকৃতি গরম বা শীতের তেমন তীব্রতা থাকবে নাহ ।
  3. ৩য় আলামতঃ যে রাত্রে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত তৃপ্তিবোধ করবে।
  4. ৪র্থা আলামতঃ কোন ঈমানদার ব্যক্তি হয়তো স্বপ্নে তা জানতে পারবে৷
  5. ৫ম আলামতঃ সেই রাত্রে বৃষ্টি বর্ষন হতে পারে।
  6. ৬ষ্ঠ আলামতঃ সেই রাত্রে মৃদু বাতাশ প্রবাহিত হবে।
  7. ৭ম আলামতঃ সকালে হালকা আলোক রশ্নীসহ সূর্যউদয় হবে, যা হবে পূর্ণিমা চাঁদের মতো
Hadith Name & References: (সহিহ ইবনু খুজাইমা: ২১৯০, বুখারি: ২০২১, মুসলিম: ৭৬২ )
লাইলাতুল কদরের রাত চেনার উপায় ও আলামত সমূহ:

লাইলাতুল কদর এর ফজিলতগুলো কি কি?

লাইলাতুল কদর এর ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তা’লা নিজেই পবিত্র কুরআনে সূরা কদর, আয়াত: ১-৩ এ বলেছেন, ইন্না-আং-ঝালনা-হু ফী লাইলাতিল কদর, ওয়ামা-আদর-কা-মা-লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খইরুম মিন আলফি শাহর।

অর্থ: আমি কুরআন নাযিল করেছি শবে-কদরে। শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? শবে কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

পবিত্র রমজান মাসে পবিত্রগ্রন্থ আল-কুরআন নাযিল হওয়ার কারণে অন্য সব মাসের থেকে রমজান মাসকে বেশি ফজিলত ও বরকতময় করেছেন মহান রব্বুল আলামিন।

আর রমজানের রাতগুলোর মধ্যে লাইলাতুল ক্বদরের রাত্রি সবচেয়ে মহিমান্নিত, ফজিলতপূর্ণ একটি রাত। তাই এই রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহ’র কাছে বান্দা যা’ই চায় আল্লাহ তা পূরন করে দেন। সুবহানআল্লাহ।

লাইলাতুল কদরের নামাজের নিয়ম কি?

লাইলাতুল কদরের নামাজ হচ্ছে নফল। আর সকল নফল নামাজের নিয়ম এক। সুতরাং লাইলাতুল কদরের নামাজের বিশেষ কোন নিয়ম বা পদ্ধতি নেই।

তবে আপনাকে অবশ্যই অন্য সকল নামাজের মতই ভালোভাবে গোসল, অযু করে ধীরস্থীরভাবে এ নামাজ আদায় করতে হবে। নামাজে কোন প্রকার তারাহুরো করা যাবেনা। রুকু-সিজদায় যথেষ্ট পরিমান সময় দিতে হবে।

কারন আল্লাহ তা’য়ালা বলেছেন, “বান্দা যখন সিজদায় যায় তখন সে আমার সবচেয়ে নিকটবর্তী হয়।”

তাই আপনার মনে চাওয়া গুলো আপনি সিজদায় আল্লাহ’র কাছে চেয়ে নিবেন। আপনার পাপের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলবেন আর মাফ চাবেন। তাহলে আল্লাহ তা’লা আমাদের সবাইকে অবশ্যই মাফ করবেন।

লাইলাতুল কদর নামাজের নিয়ত কি?

লাইলাতুল কদরের রাতে ২ রাকাত নফল নামাজের সওয়াব হাজারগুন বেশি। এ রাতের আমলগুলো আল্লাহ’র কাছে অধিকগ্রহনযোগ্য।

নিয়ত হচ্ছে অন্তরের পোষনকৃত ইচ্ছা। অর্থাৎ আপনি মনে মনে যে নিয়ত করে ফেলছেন লাইলাতুল কদরের ২রাকাত নফল নামাজ পড়বেন, এটাই বড় নিয়ত।

সাধারনত আরবিতে যেভাবে মুখে “নাওয়াই-তু-আন উসলিল্লায়া লিল্লাহি তা’লা রাকাতাই সালাতিল ******” এভাবে কুরআন হাদিসের কোথাও বলা হয়নি। যেহেতু এই প্রচলিত নিয়ত কুরআন হাদিসের কোথাও লিপিবদ্ধ করা হয়নি তাই আমরা এটাকে সমর্থন করিনা। এমনকি বড় বড় ইসলামিক স্ক্লাররাও এতে একমত।

সুতরাং আপনি মনে মনে নিয়ত করে নিবেন এটাই যথেষ্ট হবে, ইনশাআল্লাহ।

লাইলাতুল কদর সূরা

লাইলাতুল কদর সূরা; সূরা আল কদর (Al-Qadr)+ বাংলা অর্থ;

লাইলাতুল কদরের ২ রাকাত নফল নামাজে আপনি চাইলে সূরা আল কদর (Al-Qadr) তিলওয়াত করতে পারেন। তবে এটা বাধ্যতামূলক নয়।

সূরা আল কদর (Al-Qadr)+ বাংলা অর্থ;

আরবিবাংলা অর্থ
ইন্না-আং-ঝালনা-হু ফী লাইলাতিল কদর,আমি কুরআন নাযিল করেছি শবে-কদরে।
ওয়ামা-আদর-কা-মা-লাইলাতুল কদর,শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
লাইলাতুল কদরি খইরুম মিন আলফি শাহর,শবে কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
তানাঝ-ঝালুল মালাইকাতু-ওয়ার-রুহু ফীহা-বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর,এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
বাংলা অর্থসহ সূরা আল কদর (Al-Qadr;

লাইলাতুল কদরের দোয়া সমূহ;

কুরআন সুন্নায় বর্ণিত দো’য়া গুলো আপনি পড় কদরের রাতে পড়তে পারেন। যেমন;

(১) রব্বানা যলামনা, আংফুছানা, ওয়াইল্লাম তাগফিরলানা, ওতারহামনা লানা কুন্নানা মিনাল খছিরিন।

অর্থঃ হে আমাদের পালনকর্তা ! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমাদের প্রতি করুণা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। [আল কুরআন: সূরা আ‘রাফ, আয়াত ২৩]

(২) রাব্বানা লা’তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া-হাবলানা , মিল্লাদুনকা রহমাতান, ইন্নাকা আংতাল ও’য়াহাব। (সুরা আল ইমরান : ০৮)

অর্থঃ হে আমাদের পালনকর্তা, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিওনা এবং তুমি আমাদের প্রতি করুনা কর, তুমিই মহান দাতা।

এছাড়াও নামাজে নিজের জন্য আরও অনেক দু’আ করতে পারেন। আরবি না জানলে আপনি বাংলায় ও আপনার মনের কথা আল্লাহ’কে বলতে পারেন। তবে মুসলিম হিসেবে কুরআন শিক্ষা ফরজ। অবশ্যই শিখার চেস্টা করবেন।

লাইলাতুল কদর/ শবে কদরের আমলসমূহ;

লাইলাতুল কদর/ শবে কদরের আমলসমূহ;

লাইলাতুল কদর/ শবে কদরের রাতে নিম্ন লিখিত কুরআন হাদিস সমর্থিত আমলগুলো করতে পারেন।

  1. মসজিদে ঢুকেই ২ রাকাত সুন্নত নামাজ পড়া। (দুখুলিল মাসজিদ)
  2. ২ রাকাত করে নফল নামাজ পড়া। (যত রাকাত সম্ভব হয়)
  3. দুই দুই রাকাত করে (মাগরিবের পর ৬ রাকাত) আউওয়াবিনের নামাজ পড়া।
  4. রাতে তারাবির নামাজ পড়া।
  5. শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া।
  6. সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া।
  7. সম্ভব হলে তাওবার নামাজ পড়া।
  8. সম্ভব হলে সালাতুল হাজাত পড়া।
  9. সম্ভব হলে সালাতুশ শোকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া।
  10. কুরআন তেলাওয়াত করা।
  11. সুরা কদর,
  12. সুরা দুখান,
  13. সুরা মুয্যাম্মিল,
  14. সুরা মুদ্দাসির,
  15. সুরা ইয়াসিন,
  16. সুরা ত্বহা,
  17. সুরা আর-রহমান,
  18. সুরা ওয়াকিয়া,
  19. সুরা মুলক,
  20. সুরা কুরাইশ ও
  21. ৪ কুল পড়া।
  22. দরূদ শরিফ পড়া।
  23. তাওবাহ-ইসতেগফার পড়া।
  24. সাইয়্যেদুল ইসতেগফার পড়া।
  25. জিকির-আজকার করা।
  26. কুরআন-সুন্নায় বর্ণিত দোয়াপড়া।
  27. পরিবার পরিজন, বাবা-মা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জেয়ারত করা।
  28. বেশি বেশি দান-সদকা করা।
  29. উপরের সবগুলো আমল করার চেস্টা করা।

FAQ/ আপনার মনে বার বার ধাক্কা খাওয়া প্রশ্নগুলোর উত্তরমালাঃ

লাইলাতুল কদর কত তারিখে হবে?

নাজাতের শেষ দশ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে একটি হবে লাইলাতুল কদর। সুতরাং লাইলাতুল কদর- ২১,২৩,২৫,২৭,২৯ রমজানের রাতগুলোর যে কোন রাতে হয়ে যেতে পারে।

লাইলাতুল কদর এর ফজিলত কি কি?

১৪৪০ বছর আগে এই লাইলাতুল কদরের মহিমান্নিত রাতেই মহাগ্রন্থ, হেদায়েতের বানী ও চুড়ান্ত আসমানী কিতাব পবিত্র আল কুরআন মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর কাছে অবতীর্ণ হয়। রমজানের রাতগুলোর মধ্যে লাইলাতুল ক্বদরের রাত্রি সবচেয়ে মহিমান্নিত, ফজিলতপূর্ণ একটি রাত। তাই এই রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহ’র কাছে বান্দা যা’ই চায় আল্লাহ তা পূরন করে দেন। সুবহানআল্লাহ।

লাইলাতুল কদরের রাতে কি কি দোয়া করা উচিত?

(১) রব্বানা যলামনা, আংফুছানা, ওয়াইল্লাম তাগফিরলানা, ওতারহামনা লানা কুন্নানা মিনাল খছিরিন।
(২) রাব্বানা লা’তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া-হাবলানা , মিল্লাদুনকা রহমাতান, ইন্নাকা আংতাল ও’য়াহাব। (সুরা আল ইমরান : ০৮)
এছাড়াও আপনি অন্যসকল দো’য়া করতে পারেন।

লাইলাতুল কদর কত মাসের রাত থেকে উত্তম?

পবিত্র কুরআনে সূরা কদরে আল্লাহ তা’লা বলেছেন, “এ মাস হাজার মাসের চেয়ে উত্তম।”

লাইলাতুল কদরকে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম কেন?

এই রাতে মহিমান্নিত মহাগ্রন্থ আল-কুরআন নাযিল হয়েছে। তাই আল্লাহ তা’লা এই মাসকে অন্য সকল মাসের থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন।

রমজানের কোন দশকে লাইতুল কদর?

নাজাতের দশ ২০-৩০ রমজানের বিজোড় রাতগুলোর মধ্যে একটি লাইলাতুল কদর।

লাইলাতুল কদরের নামাজ কি সুন্নত না নফল?

উত্তরঃ নফল নামাজ।

লাইলাতুল কদরের এক রাতের ইবাদত কত দিনের ইবাদতের চেয়েও উত্তম?

উত্তরঃ হাজার রাতের।

লাইলাতুল কদর কবে লাইলাতুল কদর চেনার উপায়-Lailatul Qadar Waz Adnan Waz 2023

লাইলাতুল কদর কবে লাইলাতুল কদর চেনার উপায় ll Lailatul Qadar Waz ll Adnan Waz 2023 ll New Waz

আরও ইসলামিক পোস্ট পড়ুন;

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.