সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা- 2024

প্রিয় পাঠক, আসসালামুআলাইকুম। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলো-সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা। “Software-Hardware A-Z” তো চলুন শুরু করি।

আপনারা যারা Class 6-12 এ পড়েন তাদের সবার জন্যই এই পোস্টটি অত্যন্ত কার্যকরী।

সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা

নিচে সফটওয়্যার কত প্রকার ও কি কি, সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা বা সফটওয়্যারের প্রকারভেদ ও তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

সফটওয়্যার কত প্রকার ও কি কি?

কম্পিউটার সফটওয়্যারকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যেমন;

  1. সিস্টেম সফটওয়্যার (System Software)
  2. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)

নিচে সিস্টেম সফটওয়্যার (System Software) ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

সিস্টেম সফটওয়্যার (System Software),
সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা

১. সিস্টেম সফটওয়্যার (System Software)

সিস্টেম সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি ?

কম্পিউটার অন করার সাথে সাথে কম্পিউটার স্মৃতিতে ব্যবহারিক প্রোগ্রাম পড়ে নিতে এবং পঠিত প্রোগ্রামকে পরীক্ষণ ও চালনার জন্য যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলে।

সিস্টেম সফটওয়্যার (System Software) কম্পিউটারের অবিচ্ছেদ্য অংশ। ইহা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের সঙ্গে সংযোগ রক্ষা করে।

সিস্টেম সফটওয়্যার কত প্রকার ও কি কি ?

সিস্টেম সফটওয়্যার ৩ প্রকার। অথবা সিস্টেম সফটওয়্যার (System Software)-কে প্রধানত তিনভাগে ভাগ করা যায়।

  1. সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম (System Management Program)
  2. সিস্টেম সহায়ক প্রোগ্রাম (System Support Program)
  3. সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম (System Development Program)

নিচে প্রত্যেকটি সফটওয়্যার নিয়ে যেমনঃ- সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম (System Management Program) ,সিস্টেম সহায়ক প্রোগ্রাম (System Support Program) এবং সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম (System Development Program) নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো।

সিস্টেম সফটওয়্যার কত প্রকার ও কি কি ? 
সিস্টেম সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি ?
সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম (System Management Program) ,সিস্টেম সহায়ক প্রোগ্রাম (System Support Program) এবং সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম (System Development Program) নিয়ে বিস্তারিত।

১. সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম (System Management Program) :

সিস্টেম ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণ প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা/ডেটা, প্রোগ্রাম, বিভিন্ন ডিভাইস এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়।

সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রামের সমন্বয়ে গঠিত হয়। যথাঃ

  • অপারেটিং সিস্টেম প্রোগ্রাম (Operating System Program)
  • ডাটাবেইজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System Program)
  • নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম (Network Management System Program)

২. সিস্টেম সহায়ক প্রোগ্রাম (System Support Program) :

সিস্টেম সহায়ক প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার ব্যবহারকারী সার্ভিস প্রোগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রোগ্রাম এবং কাজের হিসাব নিকাশসহ ইত্যাদি কাজ কার্যকর করতে পারে।

সিস্টেম সহায়ক প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রামগুলো নিয়ে গঠিত। যথাঃ

  • সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম (System Utility Program)
  • সিস্টেম পারফরমেন্স প্রোগ্রাম (System Performance Program)
  • সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম (System Security Program)

৩. সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম (System Development Program) :

সিস্টেম উন্নয়ন/ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবহার করে ব্যবহারিক প্রোগ্রাম উন্নয়ন করা যায় এবং বিভিন্ন ব্যবহারিক সমস্যা সমাধান করা যায়।

সিস্টেম উন্নয়ন/ডেভেলপমেন্ট সহায়ক প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রামগুলো নিয়ে গঠিত। যথাঃ

  • প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ও (Programming Language Translator and)
  • কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যাকেজসমূহ (Computer Aided Software Engineering Packages)
অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বা কাকে বলে?- সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। সমস্যার ধরণ ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি করে থাকে।

২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)

অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বা কাকে বলে?

সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। সমস্যার ধরণ ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি করে থাকে।

এ ধরনের প্রোগ্রাম সাধারণত উচ্চতরের ভাষায় লিখা হয় বা কোনো সাধারণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে প্রোগ্রাম তৈরি করে থাকে।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর প্রকারভেদঃ

অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুইভাগে ভাগ করা যায়। যথাঃ

  1. প্যাকেজ প্রোগ্রাম ও
  2. ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম।

এখন আমরা প্যাকেজ প্রোগ্রাম ও ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানবো।

(i) প্যাকেজ প্রোগ্রাম (Package Program):

কম্পিউটার প্যাকেজ প্রোগ্রাম কি?

উত্তরঃ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য অনেক রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা আস্থায় পাওয়া যায়। ব্যবহারকারী তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বাজার থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্রয় করে থাকে।

অনেক সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্টান এসব প্রোগ্রাম বাজারজাত করে থাকে। বাণিজ্যিক ভিত্তিতে প্রাপ্ত এসব সফটওয়্যারকে প্যাকেজ প্রোগ্রাম বলে।

নিম্নে কয়েকটি প্যাকেজ প্রোগ্রামের নাম তুলে ধরা হলো।

  • MS WORD বা Microsoft Word
  • MS EXCEL বা Microsoft Excel
  • MS POWER POINT বা Microsoft Power-Point

(ii) ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম :

বাজারে প্রাপ্ত পূর্ব লিখিত সফটওয়্যারের সাহায্যে যদি কোনো ব্যবহারকারীর চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব না হয়, তাহলে ব্যবহারকারীর নিজস্ব চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরি করে নিতে হয়।

ব্যবহারিক সমস্যা সমাধানের প্রয়োজনে প্যাকেজ প্রোগ্রাম ব্যবহারের জন্য কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে দক্ষতার প্রয়োজন হয় না। ব্যবহারকারী নিজেই প্রোগ্রামের ভাষা ব্যবহার করে সমস্যা সমাধানের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রচনা করতে পারে। এসব প্রোগ্রামকে ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম বলা হয়।

যেমনঃ- চিকিৎসকের রোগ নির্ণয়ের জন্য, আইনজীবীদের মামলার দিন- তারিখ হাজিরা, প্রোকৌশলীদের নক্স প্রণয়নের জন্য ইত্যাদি।

৫টি সফটওয়্যার এর নাম লেখ?

নিচে ৫টি কম্পিউটার সফটওয়্যার এর নাম লেখা হলো।
১. Microsoft Word,
২. Microsoft Excel,
৩. Microsoft PowerPoint,
৪. Adobe Photoshop,
৫. Bijoy/Avro Bangla Keyboard.

৫টি হার্ডওয়্যার এর নাম কি কি?

নিচে ১০টি কম্পিউটার হার্ডওয়্যার এর নাম লেখা হলো।
১. Motherboard,
২. CPU,
৩. RAM,
৪. ROM,
৫. HDD/SDD etc.
এছাড়াও মাউস, কি-বোর্ড, মডেম, পেন্ড্রাইভ, মনিটর, প্রিন্টার, সাইন্ড স্পিকার ইত্যাদি ও কম্পিউটারের হার্ডওয়্যার হিসেবে ব্যবহৃত হয়।

দুটি এন্টিভাইরাস সফটওয়্যার এর নাম লেখ।

১. McAfee Antivirus Plus,
২. Norton 360 With LifeLock,

১০ টি এন্টিভাইরাসের নাম লেখ।

techradar এর মতে 2023 সালের সেরা 10 সেরা অ্যান্টিভাইরাস সফ্টওয়্যারগুলো দেখে নিন।

সর্বোপরি, আপনি জানতে পারলেন সফটওয়্যার ভিত্তিক সব কিছু। পরিক্ষায় এখন থেকে সফটওয়্যারের শ্রেণীবিভাগ বর্ণনা কিংবা ছকের মাধ্যমে লেখার প্রয়োজন হলে উপরের তথ্যের ভিত্তিতে সাজিয়ে লিখতে পারবেন।

প্রিয় পাঠক বন্ধু, ম্যাগাজিন বিডির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নিয়মিত আমাদের এই সাইটে চাকরির খবর, লেখাপড়া, কম্পিউটার প্রযুক্তি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি শেয়ার করে থাকি।

আমাদের সাথে ফেইসবুকে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন। অন্যান্য ব্লগ পড়তে সাইট মেনু ফলো করুন অথবা এখানে ক্লিক করুন

আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আরো পড়ুনঃ- সফটওয়্যার কি?সফটওয়্যার বলতে কি বুঝ?সফটওয়্যার এর কাজ কি?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.