শিক্ষা

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র, তারিখ ও বিস্তারিত- NTRCA

17th NTRCA Admit card Download, Exam Date 2022

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-(NTRCA) ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র, তারিখ, যোগ্যতা ও সার্কুলার অনুযায়ী পরিক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। আপনি যদি এনটিআরসি পরিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজই আপনার এডমিট/প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।

প্রিয় শিক্ষক নিবন্ধনকারী ভাই-বোনেরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে আপনার ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন, কোথা থেকে করবেন, কিভাবে করবেন, পরিক্ষার তারিখ ও সময়সূচী কবে এবং এই শিক্ষক নিবন্ধন পরিক্ষার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, ১০০% কমন সাজেশন/সিলেবাস পাব কই ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে।

১৭তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০

বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ/NTRCA) ২০২০ সালে ১৭তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দিয়েছে। উক্ত চাকরির সার্কুলারে স্কুল ও কলেজ উভয় পর্যায়ের শিক্ষক নিয়োগের জন্য সুযোগ রয়েছে। যার মোট পরিক্ষার্থী ছিল প্রায় ১২ লাখ এর কাছাকাছি।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ও সময়সূচী

সম্প্রতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ/NTRCA) তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ১৭তম শিক্ষক নিবন্ধন পরিক্ষার তারিখ ও সময়সূচী ঘোঘনার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিচে তা তুলে ধরা হলো।

শ্রেনী/ক্যাটাগরী দিন ও তারিখ উপস্থিতি ও পরিক্ষার সময়
স্কুল ও স্কুল-২ পর্যায়শুক্রবার, ৩০শে ডিসেম্বর ২০২২সকাল ১০.০০-১১.০০টা (১ ঘন্টা)।
কলেজ পর্যায়শনিবার, ৩১শে ডিসেম্বর ২০২২সকাল ১০.০০-১১.০০টা (১ ঘন্টা)।
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ও সময়সূচী

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড PDF

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-(NTRCA) ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক পরিক্ষার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আপনি যদি একজন “NTRCA Examinee” হয়ে থাকেন তাহলে আপনার প্রিলিমিনারি টেস্টের অ্যাডমিট কার্ড/প্রবেশপত্রটি আজ এখনি PDF/JPG আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

আপনাকে www.ntrca.gov.bd অথবা ntrca.teletalk.com.bd থেকে Admit Download করতে হবে। আপনি কিভাবে আপনার ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রটি ডাউনলোড করবেন তার নিয়মাবলি নিচে দেখানো হলো।

  1. প্রথমে NTRCA এর ওয়েবসাইটে- www.ntrca.gov.bd অথবা ntrca.teletalk.com.bd যান,
  2. Exam নাম: “17th NTRCA Exam (Preliminary)” সিলেক্ট করুন,
  3. আপনার রেজিস্টারকৃত “USER ID and Password” দিন এবং
  4. পরিশেষে “Submit” বাটনে ক্লিক করে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিন।

(১) ntrca.teletalk.com.bd- সাইট থেকে 17th NTRCA Exam (Preliminary) এর প্রবেশপত্র বের করার নিয়ম (স্ক্রিনশটের মাধ্যমে)।

(১) ntrca.teletalk.com.bd- সাইট থেকে 17th NTRCA Exam (Preliminary) এর প্রবেশপত্র বের করার নিয়ম (স্ক্রিনশটের মাধ্যমে)।

(২) www.ntrca.gov.bd- সাইট থেকে 17th NTRCA Exam (Preliminary) এর প্রবেশপত্র বের করার নিয়ম (স্ক্রিনশটের মাধ্যমে)।

(২) www.ntrca.gov.bd- সাইট থেকে 17th NTRCA Exam (Preliminary) এর প্রবেশপত্র বের করার নিয়ম (স্ক্রিনশটের মাধ্যমে)।

NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা ও পরীক্ষা পদ্ধতি:

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাসমূহ:

  1. কমপক্ষে স্নাতক বা স্নাতক সমমান পাশ হতে হবে। 
  2. আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনে যেকোনো মাত্র একটি তৃতীয় বিভাগ অবস্থান বা এর সমমান জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে। 
  3. একাধিক তৃতীয় বিভাগ বা এর সমমান জিপিএ থাকলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত হবে।
  4. আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতিসমূহ:

NTRCA-পরীক্ষা সাধারনত ২টি পর্যায়ে হয়ে থাকে। যথা:

  1. স্কুল পর্যায়ে
  2. কলেজ পর্যায়ে।

এই শিক্ষক নিয়োগ পরীক্ষার ধাপ মোট ৩টি। যথা:

  1. প্রিলি,
  2. রিটেন ও
  3. মৌখিক পরীক্ষা।

প্রথমে, প্রিলিমিনারি পরীক্ষা মোট ১০০ নম্বরের হয়। তবে ৪০% নম্বর/মার্ক পেলেই সাধারণত পাশ হিসেবে বিবেচিত করা হয়। পাশ করা পরিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং তার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

সবশেষে, উত্তীর্ণ প্রার্থীদের একটি সার্টিফিকেট/সনদ প্রদান করা হয়। উক্ত সনদটি দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধা তালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যায়। প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে বলে NTRCA স্বীকৃতি দেন।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র, তারিখ ও সময়সূচী প্রসঙে বিজ্ঞপ্তির ছবি:

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র, তারিখ ও সময়সূচী প্রসঙে বিজ্ঞপ্তির ছবি:
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র, তারিখ ও সময়সূচী প্রসঙে বিজ্ঞপ্তির ছবি:

Uploading Soon;

  • 17th NTRCA syllabus 2022 pdf+jpg+text School, School-2 & for College
  • ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২২ PDF

Magazinebd

Magazinebd.com is a bilingual Bangladeshi News-Magazine broadcasts website. Besides this, the site publishes jobs and education, health and beauty tips, science and technology, Bangla love quotes, Islamic Quran and Hadith-related posts, and Overall All Bangla Trending topics.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button