Subject Verb Agreement বাংলায় সহজে বুঝার উপায়সমূহ।

আপনি একটি ইংলিশ Sentence এ Subject অনুযায়ী কিভাবে Verb বসাব তা বুঝার জন্যই Subject Verb Agreement এর উৎপত্তি হয়েছে। তাই আজকে আমরা Subject Verb Agreement নিয়ে বাংলায় সহজে বুঝার উপায়সমূহ তুলে ধরেছি।

Subject Verb Agreement বাংলায় সহজে বুঝার উপায়সমূহ:

আমরা দৈনন্দিন জীবনে টিভিতে, ইংলিশ বইয়ে, পেপার-পত্রিকায়, ইংলিশ নিউজে যতগুলো ইংরেজি বাক্য শুনে/পড়ে থাকি তার সবগুলো বাক্যেই Subject অনুযায়ী Verb ব্যবহার করা হয়ে থাকে। এমনকি বিদেশি কোন ব্যক্তি বা সংগঠের সাথে যোগাযোগ করতে গেলেও ইংলিশের সঠিক গ্রামার অনুসরন করতে হয়। এছাড়াও চাকরির পরিক্ষায় ও Subject Verb Agreement নিয়ে প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ Subject অনুযায়ী Verb ব্যবহার করা না হলে ভাষার সঠিক অর্থ প্রকাশ পায় না।

Subject verb agreement এর সহজ নিয়ম

আপনার যদি Subject Verb Agreement এর সহজ নিয়ম জানা থাকে যেকোন Sentence এ Subject অনুযায়ী Verb বসাতে কোন সমস্যা হবেনা। যেকোন ক্লাসের ও চাকরির পরিক্ষায় ও Subject Verb Agreement নিয়ে প্রশ্ন হয়ে আসলে নিমিষেই সমাধান করতে পারবেন। তো চলুন জেনে নেই কখন, কিভাবে, Sentence এ Subject Verb Agreement করে বাক্যের মাধুর্য্যতা ও অর্থপূর্ণ করব।

Rule-1:

Subject (s1) = Verb (s1)

এখানে, সংকেতের মাধ্যমে Subject (s1) বলতে Subject Third Person Singular Number এবং Verb (s1) বলতে Verb এর Singular form বোঝানো হয়েছে।

Subject যদি Third Person Singular হয় তাহলে Verb টিও Singular হবে।

Singular Verb চেনার সহজ উপায়:

Singular Verb চেনার সহজ উপায় হচ্ছে Verb টির সাথে ‘S’ যুক্ত হবে। যেমন: goes, eats, is, was, has, does.

Example:

  • He goes to school. ( সে স্কুলে যায়)
    • এখানে Subject “He” singular তাই Verb “go” এর singular form ব্যবহৃত হয়েছে।
  • The big room is air-conditioned.
    • এখানেও তাই।
  • The Arabian Nights is still a great favourite.
    • এখানেও তাই।
Rule-1 অনুসরন করে বিগত সালের বোর্ড প্রশ্নের সমাধান দেওয়া হলো:
  1. The big room — air-conditioned.
    A. is
    B. are
    C. should
    D. do
    • Ans. A (is) [জ.বি.’ক’ ২০১২-১৩.]
    • Shortcut কৌশল: Subject যদি Singular হয়, তবে Verb টিও Singular হবে।
    • ব্যাখ্যা: Subject (The big room) হলো Singular, তাই Singular Verb (is) হবে। তাই উত্তর হবে (A).
  2. The Arabian Nights —- still a great favourite.
    A. has
    B. are
    C. is
    D. were
    • Ans. C (is) [26th Bcs]
    • ব্যাখ্যা: Subject (The Arabian Nights) হলো Singular, তাই Singular Verb (is) হবে। তাই উত্তর হবে (C).
  1. I — the 9th letter of English alphabet.
    A. is
    B. are
    C. am
    D. will be
    • Ans. A [রা.বি. ২০০৯-১০.]
    • Shortcut কৌশল: Subject যদি Singular হয়, তবে Verb টিও Singular হবে।
    • ব্যাখ্যা: বাক্যে (I) letter হিসাবে বসেছে। তাই (I) first person না হয়ে, 3rd person (Singular number) হবে । সুতরাং Subject (I) হলো Singular, তাই Singular Verb (is) হবে। তাই উত্তর হবে (A).
  2. This book —- first published in 1985.
    A. has been
    B. was
    C. is
    D. was being
    • Ans: B
    • Shortcut কৌশল: Subject যদি Singular হয়, তবে Verb টিও Singular হবে।
    • ব্যাখ্যা: সুতরাং Subject (This book) হলো Singular, তাই Singular Verb (was) হবে। প্রশ্নে is এবং was দুটিই Singular Verb কিন্তু উত্তর is না হয়ে was হলো, কারণ প্রশ্নে সাল (1985) উল্লেখ থাকায় Sentence টি past Tense -এ হলো।

Rule-2:

Subject (p1) = Verb (p1)

এখানে, সংকেতের মাধ্যমে Subject (p1) বলতে Subject Third Person Plural Number এবং Verb (p1) বলতে Verb এর Plural Form বোঝানো হয়েছে।

অর্থাৎ, Subject যদি Third Person Plural Number হয় তাহলে Verb টিও Plural হবে।

Plural Verb চেনার সহজ উপায়:

Plural Verb চেনার সহজ উপায় হচ্ছে Verb টির সাথে ‘S’ যুক্ত হবেনা। যেমন: go, eat, are, were, have, do.

Example:

  • They go to school.. (তারা স্কুলে যায়)
    • এখানে Subject “They” Plural তাই Verb “go” Plural form ব্যবহৃত হয়েছে।
  • Tomatoes grow all year long in China.
    • উপরের উদাহরণের মত;
Singular Verbs and Plural Verbs
Singular Verbs and Plural Verbs

কুইজ;

Subject-Verb Agreement Exercises and Quizzes

নিচের বাক্য ২টি থেকে ভুল অংশটি চিহ্নিত করুন;

  1. Tomatoes grows all year long in China.
    A. Tomatoes
    B. all
    C. grows
    D. in
    • Ans. C [মহা হিসাব রক্ষক ও নিরীক্ষক- ১৯৯৮]
      Shortcut কৌশল: Subject যদি Plural হয়, তবে Verb টিও Plural হবে।
      ব্যাখ্যা: Subject (Tomatoes) হলো Plural, তাই Plural Verb (grow) হবে। কিন্তু প্রশ্নে (grows) Singular Verb হিসাবে আছে। তাই ইহাই ভুল।
  2. Rabindranath’s stories often —- surprise ending.
    A. had
    B. have
    C. has
    D. have had
    • Ans. B [ঢা.বি. ‘ঘ’ ২০০০-০১]
      Shortcut কৌশল: Subject যদি Plural হয়, তবে Verb টিও Plural হবে। : Subject (Rabindranath’s stories) Plural, Plural Verb (have) এবং প্রশ্নের মধ্যে (often) শব্দটি থাকায়, বাক্যেটি Present Indefinite এ হলো।

এছাড়াও Subject Verb Agreement এর ভিডিও দেখতে পারেন।

এখানে Education এর অন্যান্য BLOG পড়ুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.