শেখ রাসেল কুইজ ২০২২

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ সম্পর্কে A-Z বিস্তারিত জানুন।

প্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা, অনলাইন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা বিষয়ক আজকের এই পোস্টে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ এর নিবন্ধন চলছে। নিচে A-Z বিস্তারিত;

এই পোস্টের মাধ্যমে আপনি জানতে যা যা জানতে পারবেন,

  1. শেখ রাসেল কুইজে কারা অংশগ্রহণ করতে পারবেন,
  2. শেখ রাসেল কুইজের নিবন্ধন শুরু ও শেষ হবার তারিখ ও সময়,
  3. অনলাইন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার সময়সীমা,
  4. শেখ রাসেল কুইজের সকল বিষয়/প্রতিযোগিতার প্রশ্ন,
  5. শেখ রাসেল কুইজের সকল নিয়মাবলি,
  6. শেখ রাসেল কুইজের বিজয়ীদের জন্য পুরস্কার,

অর্থাৎ, শেখ রাসেল সম্পর্কে তথ্য, গল্প ও প্রশ্ন + অনলাইন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ সম্পর্কে A-Z বিস্তারিত জানতে পারবেন।

Sheikh Russel Details And Sheikh Russel Quiz 2022 Guides.

Start from Here

মূল আলোচ্য বিষয়গুলো দেখুন;

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২; A-Z বিস্তারিত

সরকারী উদ্যোগে অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১ তথা গত বছরের ন্যায় এই বছরেও শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিতিব্য হতে যাচ্ছে। তাই আজকের এই পোস্টের নিচে আমরা শেখ রাসেল সম্পর্কে তথ্য, গল্প , প্রশ্ন ও অনলাইন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ সম্পর্কে A-Z বিস্তারিত আলোচনা করেছি।

শেখ রাসেল কুইজে কারা অংশগ্রহণ করতে পারবেন?

1. শেখ রাসেল কুইজে কারা অংশগ্রহণ করতে পারবেন?

যাদের বয়স ০৮ থেকে ১৮ বছর শুধুমাত্র তারাই শেখ রাসেল কুইজে অংশগ্রহণ করতে পারবেন। কুইজে অংশগ্রহনকারী ছোট ভাইবোনদের বয়সসীমা অনুযায়ী “ক” ও “খ” গ্রুপ করা হয়েছে। যথাঃ

গ্রুপ “ক”: ৮-১২ বছর,
গ্রুপ “খ”: ১৩-১৮ বছর।

Sheikh Russel Quiz’s Participants Age scale.
শেখ রাসেল কুইজের নিবন্ধন শুরু ও শেষ হবার তারিখ ও সময়

2. শেখ রাসেল কুইজের নিবন্ধন শুরু ও শেষ হবার তারিখ ও সময়

শেখ রাসেল কুইজে অংশগ্রহনের জন্য নিবন্ধন শুরু ও শেষ হবার তারিখ ও সময় হলো ২৮ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর ২০২২ রাত ১২টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধন করতে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়া চালিয়ে যান। আমরা শেষে অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধন করার লিংক দিয়ে রেখেছি।

অনলাইন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার সময়সীমা

3. অনলাইন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার সময়সীমা

সময়ের সংকীর্নতা, অংশগ্রহণকারীদের বয়সভেদে ও অন্যান্য সুবিধার দিক লক্ষ্য করে অনলাইন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার সময়সীমা গ্রুপ “ক” ও গ্রুপ “খ” এর জন্য আলাদা আলাদা করা হয়েছে। আর মূলত ১ ঘন্টার ভিতরে কুইজে অংশগ্রহন করার সুযোগ থাকবে।

সেক্ষেত্রে সময়সীমার বিশ্লেষন নিম্নরুপ;

গ্রুপ ‘ক’ (৮-১২ বছর) এর জন্য: ৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
গ্রুপ ‘খ’ (১৩-১৮ বছর) এর জন্য: ০১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

Sheikh Russel Quiz’s Participates time.
শেখ রাসেল কুইজের সকল বিষয়/প্রতিযোগিতার প্রশ্নাবলি

4. শেখ রাসেল কুইজের সকল বিষয়/প্রতিযোগিতার প্রশ্নাবলি

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ প্রশ্ন বা শেখ রাসেল কুইজের সকল বিষয়/প্রতিযোগিতার প্রশ্ন যে সম্পর্কে হবে তা নিচে তুলে ধরা হলো।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় যে সকল বিষয় থেকে প্রশ্ন করা হবে তাহলোঃ শেখ রাসেলের জন্ম, তার দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।
শেখ রাসেল কুইজের সকল নিয়মাবলি

5. শেখ রাসেল কুইজের সকল নিয়মাবলি

কুইজে অংশগ্রহণকারীদের জন্য কুইজের যেসকল নিয়মাবলি মেনে চলতে হবে তার তালিকা নিচে তুলে ধরা হলো।

শেখ রাসেল কুইজের সকল নিয়মাবলিঃ

  1. কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
  2. প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
  3. সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
  4. সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  5. কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  6. চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
  7. একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  8. ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
শেখ রাসেল কুইজের বিজয়ীদের জন্য পুরস্কার

6. শেখ রাসেল কুইজের বিজয়ীদের জন্য পুরস্কার

শেখ রাসেল কুইজের চূড়ান্ত বিজয়ীদের জন্য পুরস্কার এর ব্যবস্থা আছে। তবে অবশ্যই তা বয়স যাচাই করে পুরস্কার প্রদান করা হবে।

গ্রুপ “ক”: (৮-১২ বছর)- ৫টি ল্যাপটপ (Core i7, 11 Generation)
গ্রুপ “খ”: (১৩-১৮ বছর)- ৫টি ল্যাপটপ (Core i7, 11 Generation)

Prizes for winners of the Sheikh Russell Quiz.
শেখ রাসেল কুইজের বিজয়ীদের জন্য পুরস্কার:
গ্রুপ "ক": (৮-১২ বছর)- ৫টি ল্যাপটপ (Core i7, 11 Generation)
গ্রুপ "খ": (১৩-১৮ বছর)- ৫টি ল্যাপটপ (Core i7, 11 Generation)

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ রেজিষ্ট্রেশন প্রসেস:

শেখ রাসেল দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য বয়সভেদে ‘ক’ ও ‘খ’ গ্রুপ অনুযায়ী রেজিস্ট্রেশনের আলাদা লিংক রয়েছে। আবেদন/রেজিস্ট্রেশনের নিয়মাবলি নিচে স্ক্রিনশট আকারে দেওয়া হলো।

বিঃদ্রঃ “ক” ও “খ” উভয় গ্রুপের রেজিস্ট্রেশন প্রসেস একই। তাই এখানে শুধু ‘ক’ বিভাগের জন্য স্ক্রিনশট করে রোডম্যাপ করে দেওয়া হয়েছে।

প্রথমে quiz.sheikhrussel.gov.bd সাইটে যান, এবং শেষে দেখুন আপনার বয়স অনুযায়ী গ্রুপ ক: ৮-১২ বছর রেজিস্ট্রেশনগ্রুপ খ: ১৩-১৮ বছর রেজিস্ট্রেশন বাটন দেওয়া আছে। অতঃপর বয়স অনুযায়ী রেজিস্ট্রেশন করুন।

quiz.sheikhrussel.gov.bd registration for quiz
Sheikh-russel-ka-group-registration process

পরবর্তী পেইজ আসলে সেখানে আপনার সঠিক ও নির্ভূল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরন করতে হবে। যা যা পূরণ করতে হবে স্ক্রিনশটে দেখানো আছে।

Sheikh-russel-ka-group-registration process
Sheikh-russel-ka-group-registration process

রেজিস্ট্রেশন ফর্মটিতে আপনার সঠিক ও নির্ভূল তথ্য দিয়ে পূরন করে সাইন আপে ক্লিক করলে পরবর্তী পেইজ আসবে এবং সেখানে লেখা থাকবে “রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, লগ ইন করুন“। নিচের দেওয়া স্ক্রিনশটের মতো দেখাবে।

 Sheikh-russel-ka-group-registration process

তারপর রেজিস্ট্রেশন ফর্মে সাবমিট করা “ইমেইল বা নাম্বার এবং পাসওয়ার্ড” অনুযায়ী এখানে সাইন ইন বাটনে ক্লিক করে প্রোফাইল এ যেতে হবে। আপনার প্রোফাইল আসলে আপনার সম্পর্কে বিস্তারিত জীবন বিত্তান্ত সেট করতে হবে। আপনি “প্রোফাইল আপডেট করুন” এ ক্লিক করে সকল ইনপুট ফিল্ড পূরন করে সেভ করে ফেলবেন।

Sheikh-russel-ka-group-registration process

এখন আপনার প্রোফাইলে চলে আসলে, আপনার ব্যক্তিগত সকল তথ্য দিয়ে প্রোফাইল আপডেট করতে হবে। অন্যথায় আপনি এই শেখ রাসেল কুইজে অংশগ্রহন করতে পারবেন না। কারন আপনার দেওয়া সকল তথ্য অনুযায়ী শেখ রাসেল কুইজ সার্টিফিকেট তৈরি করা হবে এবং আপনাকে তা প্রদান করা হবে।

তাই রেজিস্ট্রেশনের পরেই আপনার ব্যক্তিগত তথ্য/ জীবন বৃত্তান্ত দিয়ে প্রোফাইলটি অবশ্যই সাজিয়ে নিবেন। কি কি তথ্য দিয়ে প্রোফাইল সাজাতে হবে তা নিচে দেখুন।

Sheikh-russel-ka-group-registration process

ফর্মের সকল ইনপুট ফিল্ড নির্ভুল ও সঠিকভাবে পূরন করে “আপডেট করুন” এ ক্লিক করলে সফলভাবে সকল তথ্য প্রোফাইলে সেভ হবে+ আপনার কুইজে জয়েন করতে কোন সমস্যা পোহাতে হবেনা।


আপনি যদি ০৮ থেকে ১৮ বছরের মধ্যে হয়ে থাকেন এবং কুইজে অংশগ্রহন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচের বাটনে ক্লিক করে এখনি রেজিস্ট্রেশন/ নিবন্ধন করে ফেলুন।

শেখ রাসেল সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর

এখন নিচে শেখ রাসেল সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর, শেখ রাসেলের জীবনী তুলে ধরব। যেন আপনারা শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় শেখ রাসেলকে কেন্দ্র করে আসা সকল প্রশ্নের উত্তর মুহূর্তেই দিতে পারেন।

Sheikh Rasel Quiz Questions and Answers Below;

  1. শেখ রাসেল কে?

    শেখ রাসেল

    শেখ রাসেল হলো বাংলাদেশের রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার আপন ভাই এই শেখ রাসেল।

    বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’।

  2. শেখ রাসেলের জন্ম কবে, কোথায়?

    শেখ রাসেল ঢাকায় ১৯৬৪ সালের ১৮ অক্টোবর মাসে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন।

  3. শেখ রাসেলের দুরন্ত শৈশব কিভাবে কেটেছে?

    দুরন্ত প্রাণবন্ত ছেলে শেখ রাসেল শৈশব থেকেই ছিলেন পরিবারের সবার অতি আদরের। কিন্তু মাত্র দেড় বছর বয়স থেকেই প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট। তবে সাত বছর বয়সে ১৯৭১ সালে তিনি নিজেই বন্দি হয়ে যান।

  4. শেখ রাসেলের শিক্ষা জীবন

    রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলেন। এবং চতুর্থ শ্রেণির পর্যন্ত লেখাপড়া করার সুযোগ পান।

  5. শেখ রাসেলের মৃত্যু কবে এবং কোথায় হয়েছিল?

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করে হানাদার বাহিনীরা।

  6. শেখ রাসেল দিবস ২০২২ কবে?

    ১৮ই অক্টোবর ২০২২ইং রোজ মঙ্গলবার।

  7. শেখ রাসেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর কোথায় পাওয়া যাবে?

    উত্তর: ম্যাগাজিনবিডিতে। এই পোস্টের শেষে ১০০+ শেখ রাসেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর এর লিংক দেওয়া আছে।

  8. শেখ রাসেল কুইজের প্রশ্ন কোথায় ও কিভাবে তার উত্তর দেব?

    শেখ রাসেল কুইজের প্রশ্ন ও উত্তর পেতে আপনাকে quiz.sheikhrussel.gov.bd তে গিয়ে রেজিস্ট্রার করার পর প্রোফাইলে যেতে হবে। আর আপনার গ্রুপ অনুযায়ী ৩১ সেপ্টেম্বর ও ০১ অক্টোবর সন্ধ্যা ৭-৮ টার মধ্যে প্রোফাইলে শেখ রাসে্লের সম্পর্কে চুড়ান্ত কুইজ প্রশ্ন আপডেট করা হবে। অর্থাৎ ওই তারিখে ওই সময়ে আপনার প্রফাইলে লগিন করলে কুইজে অংশগ্রহন করতে পারবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ:

শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুননেসা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে।

১৯৬৪: রাসেলের জন্মের আগের মুহূর্তগুলো ছিল ভীষণ উৎকণ্ঠার। আমি, কামাল, জামাল, রেহানা ও খোকা চাচা বাসায়। বড় ফুফু ও মেজো ফুফু মার সাথে। একজন ডাক্তার ও নার্সও এসেছেন। সময় যেন আর কাটে না। জামাল আর রেহানা কিছুক্ষণ ঘুমায় আবার জেগে ওঠে।

আমরা ঘুমে ঢুলুঢুলু চোখে জেগে আছি নতুন অতিথির আগমন বার্তা শোনার অপেক্ষায়। মেজো ফুফু ঘর থেকে বের হয়ে এসে খবর দিলেন আমাদের ভাই হয়েছে। খুশিতে আমরা আত্মহারা। কতক্ষণে দেখব। ফুফু বললেন, তিনি ডাকবেন। কিছুক্ষণ পর ডাক এলো।

বড় ফুফু আমার কোলে তুলে দিলেন রাসেলকে। মাথাভরা ঘন কালো চুল। তুলতুলে নরম গাল। বেশ বড় সড় হয়েছিল রাসেল।
সূত্র: শেখ হাসিনা, ‘আমাদের ছোট রাসেল সোনা

১৯৬৬: কারাগারে দেখা করার সময় রাসেল কিছুতেই তাঁর বাবাকে রেখে আসবে না। এ কারণে তাঁর মন খারাপ থাকতো। কারাগারের রোজনামচায় ১৯৬৬ সালের ১৫ জুনের দিনলিপিতে রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, ১৮ মাসের রাসেল জেল অফিসে এসে একটুও হাসে না- যে পর্যন্ত আমাকে না দেখে।

দেখলাম দূর থেকে পূর্বের মতোই ‘আব্বা আব্বা’ বলে চিৎকার করছে। জেল গেট দিয়ে একটা মাল বোঝাই ট্রাক ঢুকেছিল। আমি তাই জানালায় দাঁড়াইয়া ওকে আদর করলাম। একটু পরেই ভিতরে যেতেই রাসেল আমার গলা ধরে হেসে দিল।

ওরা বলল আমি না আসা পর্যন্ত শুধু জানালার দিকে চেয়ে থাকে, বলে ‘আব্বার বাড়ি’। এখন ধারণা হয়েছে এটা ওর আব্বার বাড়ি। যাবার সময় হলে ওকে ফাঁকি দিতে হয়।

১৯৬৭: কারগারের রোজনামচায় ১৯৬৭ সালের ১৪-১৫ এপ্রিলের অন্যান্য প্রসঙ্গ ছাড়াও রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, “জেল গেটে যখন উপস্থিত হলাম ছোট ছেলেটা আজ আর বাইরে এসে দাঁড়াইয়া নাই দেখে আশ্চর্যই হলাম।

আমি যখন রুমের ভিতর যেয়ে ওকে কোলে করলাম আমার গলা ধরে ‘আব্বা’ ‘আব্বা’ করে কয়েকবার ডাক দিয়ে ওর মার কোলে যেয়ে ‘আব্বা’ ‘আব্বা’ করে ডাকতে শুরু করল। ওর মাকে ‘আব্বা’ বলে। আমি জিজ্ঞাসা করলাম, ‘ব্যাপার কি?’ ওর মা বলল,“বাড়িতে ‘আব্বা’ ‘আব্বা’ করে কাঁদে তাই ওকে বলেছি আমাকে ‘আব্বা’ বলে ডাকতে।”

রাসেল ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকতে লাগল। যেই আমি জবাব দেই সেই ওর মার গলা ধরে বলে, ‘তুমি আমার আব্বা।’ আমার উপর অভিমান করেছে বলে মনে হয়। এখন আর বিদায়ের সময় আমাকে নিয়ে যেতে চায় না।”

১৯৭১: ১৯৭১ সালে রাসেল তাঁর মা ও দুই আপাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমণ্ডি ১৮ নম্বর সড়কের একটি বাড়িতে বন্দি জীবন কাটিয়েছেন। পিতা বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে বন্দি এবং বড় দুই ভাই শেখ কামাল ও শেখ জামাল চলে গেছেন মুক্তিযুদ্ধে।

মা ও আপাসহ পরিবারের সদস্যরা ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর মুক্ত হন। রাসেল ‘জয় বাংলা’ বলে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন চলছে বিজয়-উৎসব।

১৯৭৫: রাসেল যখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়।

তথ্যসূত্র: শেখ রাসেল.গভ.বিডি

শেখ রাসেল কুইজের রেজিস্ট্রেশন লিংক

quiz.sheikhrussel.gov.bd গ্রুপ “ক” এর নিবন্ধন লিংক Registration Link
quiz.sheikhrussel.gov.bd গ্রুপ “খ” এর নিবন্ধন লিংক Registration Now

শেখ রাসেল কুইজে কী ধরনের প্রশ্ন আসতে পারে এমন কিছু প্রশ্ন সাজেশন পেতে নিচের পোস্ট খেয়াল করুন।

২৫০+ শেখ রাসেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করুন।

quiz.sheikhrussel.gov bd

100+ Questions and Answers for the Sheikh Russel Quiz 2022 Competition

শেখ রাসেল কুইজ প্রশ্ন ও উত্তর | quiz.sheikhrussel.gov.bd 2022
আরও শেখ রাসেল দিবস ও অনলাইন কুইজ সম্পর্কিত আপডেট পেতে চোখ রাখুন ম্যাগাজিন বিডি ডট কমের কুইজ পেইজে

পরবর্তী আপডেট: শেখ রাসেল কুইজ ২০২২ এর রেজাল্ট/ফলাফল” পেতে আমাদের নিচের পোস্ট ২টি দেখুন।

Updated Post: শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার ফলাফল 2022 বিজয়ীদের তালিকা।

Magazinebd

Magazinebd.com is a bilingual Bangladeshi News-Magazine broadcasts website. Besides this, the site publishes jobs and education, health and beauty tips, science and technology, Bangla love quotes, Islamic Quran and Hadith-related posts, and Overall All Bangla Trending topics.

Related Articles

9 Comments

    1. হ্যালো Dina,
      আপনাকে রেজিস্ট্রার করার quiz.sheikhrussel.gov.bd তে গিয়ে প্রোফাইলে যেতে হবে। আর আপনার গ্রুপ অনুযায়ী ৩১ সেপ্টেম্বর ও ০১ অক্টোবর সন্ধ্যা ৭-৮ টার মধ্যে প্রোফাইলে কুইজ আপডেট করা হবে।। অর্থাৎ ওই তারিখে ওই সময়ে আপনার প্রফাইলে লগিন করলে কুইজে অংশগ্রহন করতে পারবেন।
      ধন্যবাদ।

      1. ভাইয়া আপনাদের ওয়েবসাইট কিভাবে ফলো করব। পারছিনা ত

        1. ভাই Rayhan Shehaq,
          ফলো অপশন খুব দ্রুত চালু করা হবে ইনশাআল্লাহ।
          ধন্যবাদ।

  1. ভাইয়া সাড়া বাংলাদেশে কি ১০ ল্যাবটপ দেয়া হবে পুরু স্কারে না জেলায় জেলায়।

    1. Hlw Rayhan Shehaq,
      জি ভাই সারা বাংলাদেশে ক ও খ গ্রুপ মিলে মোট ১০টি ল্যাপটপ প্রদান করা হবে।
      ধন্যবাদ।

  2. ভাইয়া আপনারা তো শেখ রাসেল সম্পর্কে ঠিক কত গুলা পোস্ট করেছেন সব গুলুই কি পড়তে হবে নাকি একটা ই পড়তে হবে যেটা নাকি ২৫০+ পোস্ট। আর হে ভাইয়া আপ্নারে শেখ রাসেল সম্পর্কে কি সঠিক তথ্য দিয়েছেন 🧐 thank you💝🤛

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button