শেখ রাসেল কুইজ ২০২২

২৫০+ শেখ রাসেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর | quiz.sheikhrussel.gov bd

Sheikh Russel Quiz Questions & Answers [Updated]

আবারও শেখ রাসেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর নিয়ে নতুন পর্বে নিয়ে হাজির ম্যাগাজিনবিডি ডটকম। আসন্ন ১৮ অক্টোবর ২০২২ শেখ রাসেল দিবস উৎযাপন উপলক্ষে সারা বাংলাদেশব্যাপী এক বিশাল অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ‘কুইজ শেখ রাসেল গভ বড়'(quiz.sheikhrussel.gov.bd)- যা ইতোমধ্যে তোমরা সবাই অবগত হয়েছ।

শেখ রাসেল অনলাইন কুইজ নিয়ে আমরা ইতোমধ্যে ৩টি পোস্ট পাবলিশ করেছি। তবে শেখ রাসেল সম্পর্কে প্রশ্ন ৫০০+ কালেকশনে আছে। সময় সংকীর্ণতার কারনে আজকে এই পোস্টে শেখ রাসেল সম্পর্কে ১০০+ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করেছি যা শেখ রাসেল অনলাইন কুইজ ২০২২ এর কম্পিটিশনে কমন আসার মত/উপযোগী।

খুব দ্রুতই ৩০ সেপ্টেম্বরের ভিতরেই সবগুলো এইপোস্টে পাবলিশ করার চেস্টা করব ইনশাআল্লাহ।

আপনি যদি আগের পোস্ট গুলো দেখে না থাকেন তবে নিচে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন।

শেখ রাসেল কুইজ ২০২২| sheikh rasel quiz 2022

আগামী শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২) “ক” গ্রুপ এবং শনিবার (০১ আগষ্ট ২০২২) “খ” গ্রুপ অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ পর্ব। উক্ত কুইজের সকল কার্যক্রম (quiz.sheikhrussel.gov bd) পরিচালনা করবে। শুধুমাত্র ৮-১৩ এবং ১৩-১৮ বছরের নিবন্ধিত ছাত্রছাত্রীরাই কুইজ চলাকালীন সময়ে (সন্ধ্যা ৭-৮টা পর্যন্ত) কুইজে অংশগ্রহণ করতে পারবে। পরবর্তীতে শেখ রাসেল কুইজের বিজয়ীদের রেজাল্ট প্রকাশ করলে আমরা তা ম্যাগাজিনবিডি সাইটে শেয়ার করব, ইনশাআল্লাহ।।

শেখ রাসেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর | sheikh rasel quiz 2022: Q & A

নিচে শেখ রাসেল ও বঙ্গবন্ধুর জীবনী থেকে শেখ রাসেল সম্পর্কে ২৫০+ গ্রুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে সেগুলো তুলে ধরেছি। যেহেতু হাতে মাত্র ২ দিন বাকি তাই সবগুলো প্রশ্ন সিরিয়াল আকারে পাবলিশ করেছি।

নিচে শেখ রাসেল সম্পর্কে যে সকল বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর তুলে ধরা আছে;

  1. শেখ রাসেলের জন্ম,
  2. শেখ রাসেলের দুরন্ত শৈশব,
  3. তার শিক্ষা জীবন,
  4. তার স্বপ্ন,
  5. তার ভ্রমণ,
  6. তার পছন্দ,
  7. তার খেলাধুলা ও বন্ধুমহল,
  8. শেখ রাসেলের উপর রচিত গ্রন্থ ও
  9. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সবার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে প্রশ্ন ও উত্তর।

তো চলুন শুরু করি;

অবশ্যই ধীরে ধীরে মনোযোগ সহকারে পড়বেন এবং তা খাতায় লিখে ফেলবেন;

প্রশ্নঃ শেখ রাসেলের জন্মদিন কবে?
উত্তরঃ ১৮ অক্টোবর ১৯৬৪ সালে।
প্রশ্নঃ শেখ রাসেল এর পিতার নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নঃ শেখ রাসেল এর মাতার নাম কি?
উত্তরঃ বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
প্রশ্নঃ শেখ রাসেলের মৃত্যু কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট।
প্রশ্নঃ শেখ রাসেলের মৃত্যু কোথায় হয়?
উত্তরঃ শেখ রাসেলের মৃত্যু হয় ঢাকার ধানমন্ডিতে।

প্রশ্নঃ শেখ রাসেল কোন শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন?
উত্তরঃ চতুর্থ শ্রেণি পর্যন্ত।
প্রশ্নঃ শেখ রাসেল কোন স্কুলে লেখাপড়া করেছেন?
উত্তরঃ শেখ রাসেল ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে লেখাপড়া করেছেন?
প্রশ্নঃ শেখ রাসেলের আদি নিবাস কোথায়?
উত্তরঃ গোপালগঞ্জ।
প্রশ্নঃ শেখ রাসেলরা কয় ভাই বোন ছিলেন এবং তাদের নাম কি কি?
উত্তরঃ পাঁচ ভাই-বোন। তাদের নামগুলো হলেও শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল।
প্রশ্নঃ শেখ রাসেলের মৃত্যুর কারণ কি ছিল?
উত্তরঃ হত্যা।

প্রশ্নঃ শেখ রাসেলের বড় বোন কে এবং তার উপাধি কি?
উত্তরঃ শেখ হাসিনা। তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী।
প্রশ্নঃ শেখ কামালের উপাধি কি?
উত্তরঃ বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন শেখ কামাল।
প্রশ্নঃ শেখ জামাল এর উপাধি কি?
উত্তরঃ ১৯৭১ সালের মুক্তিবাহিনীর সংগঠক ছিলেন শেখ কামাল।
প্রশ্নঃ শেখ রেহানার উপাধি কি?
উত্তরঃ শেখ রেহানা হলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ।
প্রশ্নঃ শেখ রাসেল কে কিভাবে হত্যা করা হয়?
উত্তরঃ শেখ রাসেলকে ব্রাশফায়ার করে হত্যা করা হয়।

প্রশ্নঃ শেখ রাসেলের ব্যক্তিগত কর্মচারীর নাম কি ছিল?
উত্তরঃ এ এফ এম মহিতুল ইসলাম।
প্রশ্নঃ হত্যাকাণ্ডের দিন দৌড়ে গিয়ে শেখ রাসেল মহিতুল ইসলামকে কি বলেছিল?
উত্তরঃ ভাইয়া আমাকে মারবে না তো? শেখ রাসেল কান্নাকাটি করে বলেছিল আমি মায়ের কাছে যাবো!

প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্র বলতে কী বুঝায়?
উত্তরঃ শেখ রাসেল ক্রীড়া চক্র বলতে বাংলাদেশের একটি ফুটবল ক্লাব কে বোঝায়। যা শেখ রাসেল ক্রীড়া চক্র নামে অভিহিত করা হয়েছে। উক্ত ক্লাবের দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন।
প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্রের পূর্ণ নাম কি?
উত্তরঃ শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা।
প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্র কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ .১৯৯৫ সালে।

প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্র কেন প্রতিষ্ঠা করা হয় ?
উত্তরঃ শেখ রাসেলের স্মৃতি ধরে রাখার জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের কখন, কবে এবং কোথায় খেলার মাধ্যমে যাত্রা শুরু করে?
উত্তরঃ ১৯৯৫সালে পাইওনিয়ার ফুটবল লিগে খেলার মাধ্যমে এর মাধ্যমে প্রথম যাত্রা শুরু করে।
প্রশ্নঃ শেখ রাসেলকে কত বছর বয়সে বন্দী জীবন কাটাতে হয়?
উত্তরঃ সাত বছর বয়সে।
প্রশ্নঃ কত বছর বয়সে রাসেলের পিছনে গোয়েন্দা লেগেছিল?
উত্তরঃ মাত্র দেড় বছর বয়সে।
প্রশ্নঃ “বাপের পিছনে গোয়েন্দা লাগে 28 বছর বয়সে মাত্র দেড় বছর বয়সের ছেলের পিছনে“ উক্তিটি কার ছিল?
উত্তরঃ শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর।

প্রশ্নঃ শেখ রাসেলকে কোথায় বন্দী করে রাখা হয়?
উত্তরঃ ঢাকার ধানমন্ডি 18 নম্বর বাড়িতে।
প্রশ্নঃ ২৬শে মার্চ বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর রাসেলের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিলেন?
উত্তরঃ পাশের বাসায়।
প্রশ্নঃ শেখ রাসেলের প্রথম কারাগার দেখা হয় কবে?
উত্তরঃ ১৯৬৬ সালের ৮ই মে।
প্রশ্নঃ শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু উপাধি কি ছিল?
উত্তরঃ পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রশ্নঃ বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়?
উত্তরঃ প্রতিবছর ১৭ই মার্চ বিশ্ব শিশু দিবস পালিত হয়।

প্রশ্নঃ “আমাদের ছোট্ট রাসেল সোনা” বইটির রচয়িতা কে?
উত্তরঃ শেখ হাসিনা।
প্রশ্নঃ “আমাদের ছোট্ট রাসেল সোনা” বইটি কবে প্রকাশিত হয়?
উত্তরঃ বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে।
প্রশ্নঃ বইটিতে শেখ রাসেলের স্মৃতিকথা কে লিখেছিলেন?
উত্তরঃ শেখ হাসিনা ও শেখ রেহানা।
প্রশ্নঃ শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন ?
উত্তরঃ চট্টগ্রামে।
প্রশ্নঃ শেখ রাসেলের জন্ম হয় কোন সময়ে?
উত্তরঃ রাত দেড়টায়।

প্রশ্নঃ শেখ রাসেলের জন্মের খবর প্রধানমন্ত্রীকে কে দিয়েছিলেন?
উত্তরঃ তার ফুফু।
প্রশ্নঃ জন্মের পর রাসেল দেখতে কেমন ছিল?
উত্তরঃ ফুটফুটে পুতুলের মত।
প্রশ্নঃ একটু বড় হবার পর রাসেল কেমন স্বভাবের ছিলেন?
উত্তর: শেখ রাসেল ছিলেন ভদ্র, নম্র, বিনয়ী ও মিষ্টি স্বভাবের।
প্রশ্নঃ শেখ রাসেল কোন প্রাণী দেখলেই ধরতে যেত?
উত্তর: বড় বড় কালো পিঁপড়া।
প্রশ্নঃ শেখ রাসেল কালো পিপড়া কে কি বলে ডাকত?
উত্তরঃ ভুট্টো বলে ডাকত।

প্রশ্নঃ শেখ রাসেল কালো পিপড়াকে ভুট্টো বলে ডাকত কেন?
উঃ সে বুঝেছিল জুলফিকার আলী ভুট্টোর মত লোকেরা কালো পিঁপড়ের মতো ভয়ানক।
প্রশ্নঃ আলোকেরই ঝর্ণাধারা প্রকাশনাটি কবে প্রকাশ করা হয় এবং কেন?
উঃ ২০১৪ সালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে।
প্রশ্নঃ এ সময় এই স্কুলের শিক্ষিকা কে ছিলেন
উত্তরঃ আফরোজা বেগম।
প্রশ্নঃ রাসেল কোন গাড়িতে চড়ে স্কুলে আসতো
উত্তরঃ সাদাসিধে একটা গাড়ি ।
প্রশ্নঃ সেই সময় রাসূলদের স্কুলের প্রিন্সিপাল কে ছিলেন?
উত্তরঃ রাজিয়া মতিন চৌধুরী।

প্রশ্নঃ রাসেলের স্কুলের শেষ দিন কবে ছিল?
উত্তরঃ.১৪ই আগস্ট ১৯৭৫ সাল।
প্রশ্নঃ নাসের কাকা রাসেলকে কত টাকার বান্ডিল উপহার দিতেন?
উত্তরঃ 5 টাকা।
প্রশ্নঃ রাসেলের কত বছর বয়সে তার ভাগ্নে সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ সাত বছর বয়সে।
প্রশ্নঃ শেখ রাসেলের গৃহ শিক্ষক কে ছিলেন?
উত্তরঃ গীতালি দাশ গুপ্ত।
প্রশ্নঃ রাসেল কোন খাবার কখনোই খায়নি?
উত্তরঃ কবুতরের মাংস।

প্রশ্নঃ রাসেল বড় হয়ে কি হতে চেয়েছিল?
উত্তরঃ একজন আর্মি অফিসার।
প্রশ্নঃ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কোথায় সমাহিত করা হয়েছিল?
উত্তরঃ রাজধানীর বনানীতে।
প্রশ্নঃ যত নামহীন শিশু এখানেই ঝরে যায় কোন কবিতার লাইন?
উত্তরঃ শিশুরক্ত।
প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ছোট রাসেল সোনা বইটি কাদের প্রতি উৎসর্গ করেন?
উত্তরঃ নির্যাতিত মা-বোনদের প্রতি।
প্রশ্নঃ শেখ রাসেল 1971 সালের 17 ডিসেম্বর কখন মুক্তি পায়?
উত্তরঃ সন্ধ্যায়।

প্রশ্নঃ শেখ মুজিবুর যখন গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে মুক্তি পান তখন শেখ রাসেলের বয়স কত ছিল?
উত্তরঃ চার বছর।
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ 11 টি।
প্রশ্নঃ শেখ রাসেলের গ্রামের বাড়ি কোথায়?
উত্তরঃ গোপালগঞ্জ।
প্রশ্নঃ শেখ রাসেলদের গৃহপরিচারিকার নাম কি ছিল?
উত্তরঃ রমা।
প্রশ্নঃ ১৯৭৩ সালে যখন শেখ রাসেল বাবার সঙ্গে জাপান গিয়েছিলেন তখন সফরসঙ্গী হিসেবে কে ছিলেন?
উত্তরঃ শেখ হাসিনা।

প্রশ্নঃ শেখ রাসেল কেন সামরিক বাহিনীতে যোগদান করার জন্য ইচ্ছুক ছিল?
উত্তরঃ আন্দোলনের কর্মী হতে।
প্রশ্নঃ বঙ্গবন্ধুর কোন সন্তানের নামে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে?
উত্তরঃ শেখ রাসেল।
প্রশ্নঃ শেখ রাসেল কার সাথে ঘুমাতে অভ্যস্ত ছিল?
উত্তরঃ মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
প্রশ্নঃ ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের কতজন সদস্যকে হত্যা করা হয়?
উত্তরঃ ১৮ জন।
প্রশ্নঃ বঙ্গবন্ধু ফজিলাতুন্নেছাকে কোন দার্শনিক এর গল্প শোনাতেন?
উত্তরঃ বার্ট্রান্ড রাসেলের।

প্রশ্নঃ শেখ রাসেলের কয়টি বাইসাইকেল ছিল?
উত্তরঃ একটি।
প্রশ্নঃ শেখ রাসেলের হাসু আপা কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?
উত্তরঃ ১৯৬৭ সালে।
প্রশ্নঃ হাসু আপার পূর্ণ নাম কি ছিল?
উত্তরঃ শেখ হাসিনা।
প্রশ্নঃ শেখ রাসেলের প্রিয় সঙ্গী কে ছিল?
উত্তরঃ হাসু আপা।
প্রশ্নঃ শেখ রাসেল কার চুলের বেনি ধরে খেলতে পছন্দ করত?
উত্তরঃ হাসু আপার।

প্রশ্নঃ শেখ রাসেল যখন জন্মগ্রহণ করেন তখন কোন ঋতু ছিল?
উত্তরঃ শরৎ
প্রশ্নঃ আমাদের ছোট রাসেল সোনা বইটির প্রচ্ছদ শিল্পী কে?
উত্তরঃ মাসুক হেলাল।
প্রশ্নঃ শেখ রাসেলের ভাগ্নে সজীব ওয়াজেদ জয় কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ২৭ জুলাই ১৯৭১।
প্রশ্নঃ সজীব ওয়াজেদ জয় এর পরিচয় কি?
উত্তরঃ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নাতী। এছাড়াও তিনি হলেন একজন আইসিটি পরামর্শক এবং রাজনীতিবিদ।
প্রশ্নঃ শেখ রাসেল কত বছর বয়সে হত্যার শিকার হন?
উত্তরঃ 11 বছর বয়সে।

প্রশ্নঃ কোন প্রতিষ্ঠান শেখ রাসেল স্মৃতি পদক প্রদান করে?
উত্তরঃ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ।
প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্র কোন ফুটবল লিগ খেলার মাধ্যমে যাত্রা শুরু করে?
উত্তরঃ ১৯৯৫ সালে পাইওনিয়ার ফুটবল লীগ।
প্রশ্নঃ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স কে উদ্বোধন করেন?
উত্তরঃ সায়মা ওয়াজেদ পুতুল।
প্রশ্নঃ শেখ রাসেলের বড় ভাবি কোন বিষয়ে পারদর্শী ছিলেন?
উত্তরঃ অ্যাথলেট।
প্রশ্নঃ শেখ রাসেল দিবস কত তারিখে পালিত হয়?
উত্তরঃ প্রতিবছরের 18 ই অক্টোবর।

প্রশ্ন: কবে শেখ রাসেলের পরিবার মুক্তি পায়?
উত্তর: 17 ডিসেম্বর 1971 সালে।
প্রশ্নঃ কার নেতৃত্বে শেখ রাসেল বন্ধীজীবন থেকে মুক্তি পায়?
উত্তরঃ মেজর অশোক তারার।
প্রশ্নঃ শেখ রাসেলের পোষা কুকুরের নাম কি ছিল?
উত্তরঃ টমি।
প্রশ্নঃ কত সালে শেখ রাসেল বাবার সাথে জাপান সফর করেন?
উত্তর ১৯৭৩ সালে।
প্রশ্নঃ শেখ রাসেলের প্রিয় বন্ধুদের নাম কি ছিল?
উত্তরঃ আদিল ও ইমরান।

প্রশ্নঃ শেখ রাসেলের প্রিয় খেলা কি ছিল?
উত্তরঃ ফুটবল ও ক্রিকেট।
প্রশ্নঃ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল উদ্বোধন করেন কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব দ্বিতীয় পর্যায়ের কতটি শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়?
উত্তরঃ পাঁচ হাজার।
প্রশ্নঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কত বছর যাবত শেখ রাসেল দিবস পালন করে আসছে?
উত্তরঃ ২০ বছর।
প্রশ্নঃ শেখ রাসেলের বড় ভাইয়ের নাম কি?
উত্তরঃ শেখ কামাল।

প্রশ্নঃ শেখ রাসেল কে প্রিন্স স্যুট কে বানিয়ে দিয়েছিল?
উত্তরঃ মা ফজিলাতুন্নেছা মুজিব।
প্রশ্নঃ ১৯৭৫ সালের ঘাতক কে?
উত্তরঃ খন্দকার মোশতাক।
প্রশ্নঃ শেখ রাসেল কত সালে বাবার সাথে রাশিয়া যান?
উত্তরঃ ১৯৭৪ সালে।
১৯৭২ সালে রাসেল কোন দেশ সফর করেন?
উত্তরঃ লন্ডন।
“শেখ রাসেলের কোমল মনে মেধা ও চিন্তাশীলতার মিশ্রণ ছিল” উক্তিটি কার?
উত্তরঃ গৃহশিক্ষিকা গীতালি।

প্রশ্নঃ শেখ রাসেলের চোখের ভাষা কে বুঝতে পারতো?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নঃ ড. এ এম ওয়াজেদ মিয়ার কোন গ্রন্থে শেখ রাসেলের হত্যাকাণ্ডের নির্মম চিত্র ফুটে উঠেছে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ।
প্রশ্ন শেখ হাসিনাকে নিয়ে নির্মিত কোন প্রামাণ্যচিত্রে শেখ রাসেলের চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে?
উত্তরঃ বুবুর দেশ।
প্রশ্ন- মুক্তিযুদ্ধের সময় শেখ রাসেল কি পরিধান করে মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করতেন?
উত্তরঃ শার্ট-প্যান্ট।
প্রশ্নঃ শেখ রাসেলের মেজ ভাই শেখ জামাল পেশায় কি ছিলেন?
উত্তরঃ সেনাবাহিনীর কর্মকর্তা।

প্রশ্নঃ রাসেল তার গ্রামের বন্ধুদের জন্য কোথাথেকে জামা নিয়ে যেত?
উত্তরঃ ঢাকা থেকে।
প্রশ্ন শেখ রাসেল প্রতিদিন কোন সময়ে গণভবনে যেত?
উত্তরঃ বিকেলে।
প্রশ্নঃ শেখ রাসেলের উপর নির্মিত এনিমেটেড ডকুমেন্টারির নাম কি?
উত্তরঃ বুবুর দেশ।
প্রশ্নঃ শেখ রাসেলের গৃহশিক্ষকের জন্য প্রতিদিন কোন খাবার বরাদ্দ থাকত?
উত্তরঃ মিষ্টি।
প্রশ্নঃ শেখ রাসেলের গৃহশিক্ষকের জন্য প্রতিদিন কয়টি মিষ্টি বরাদ্দ থাকত ?
উত্তরঃ ২ টি।

প্রশ্নঃ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শিক্ষক কে?
উত্তরঃ ক্লাসের আইসিটি শিক্ষক।

প্রশ্নঃ শেখ রাসেলের নাম রাখেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্নঃ ওমর আলী কে ছিলেন?
উত্তরঃ সংবাদ পাঠক।

প্রশ্নঃ বাঙালি জাতির অবিসংবাদিত নেতার নাম কি?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।

প্রশ্নঃ শেখ রাসেল কোন লেকে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরতেন?
উত্তরঃ ধানমন্ডি লেকে।

প্রশ্নঃ টেলিভিশনের সংবাদ পাঠক ওমর আলী শেখ রাসেলকে কোন ধরনের বই পড়ে শােনাতেন?

জাপান সফরের সময় শেখ রাসেলের বয়স কতাে ছিলাে?
উত্তরঃ ০৯

প্রশ্নঃ কোনটি শিক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম ?
উত্তরঃ শিক্ষক বাতায়ন।

প্রশ্নঃ জন্মের পরপর শেখ রাসেলকে শেখ হাসিনার কোলে তুলে দিয়েছিলেন কে?
উত্তরঃ বড় ফুফু।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর কোথায় যাওয়ার কথা ছিল?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে।

স্কুলে শেখ রাসেলের নাম কী ছিলাে?
শেখ রিসাল উদ্দীন।

ছােট্ট রাসেল ১৫ আগস্ট ঘাতকদের মিনতি করে কী বলেছিলেন?
উত্তরঃ ‘আমি মায়ের কাছে যাব’।

মুক্তিযুদ্ধের সময় ঢাকায় গেরিলা অভিযান পরিচালনা করেছিল যে দলটি তার নাম কী ছিল?
উত্তরঃ ক্র্যাক প্লাটুন।

শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে কোন শ্রেণিতে ভর্তি হন?
উত্তরঃ দ্বিতীয় শ্রেনি।

শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রথম প্রকল্পের মেয়াদ ছিল কত বছর?
উত্তরঃ ১বছর।

রাজবন্দি বাবার সাথে দেখা করার জন্য শেখ রাসেল কত সময় পেতেন?
উত্তরঃ ২০-৩০ মিনিট ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়জন সন্তান ছিল?
উত্তরঃ ০৫ জন।

শেখ রাসেল বাবাকে অনুকরণ করে কোন ধরনের পােশাক পরতেন?
উত্তরঃ প্রিন্স স্যুট।

শেখ রাসেলের বড় ভাইয়ের নাম কী?
উত্তরঃ শেখ জামাল।

শেখ রাসেল পরিবারের সাথে উত্তরাঞ্চলের কোন জেলায় বেড়াতে গিয়েছিলেন?
উত্তরঃ নাটোর।

কার কাছে নেয়ার কথা বলে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাসেলকে?
উত্তরঃ মায়ের কাছে।

রাসেল, তাঁর মা ও দুই আপাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমন্ডি ১৮নম্বর সড়কের একটি বাড়িতে বন্দি জীবন কাটিয়েছেন কত সালে?
উত্তরঃ ১৯৭১ সালে।

শেখ রাসেল বাংলা কোন সালে জন্ম গ্রহণ করেন?
উত্তরঃ ১৩৭০।

১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে গণজাগরণ মঞ্চ কোথায় স্থাপতি হয়েছিল?
উত্তরঃ শাহবাগ মােড়।

গরীবদের প্রতি শেখ রাসেল কেমন ছিলেন?
উত্তরঃ দরদী ছিলেন।

‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে?

মুক্তিযুদ্ধের সময় ধানমন্ডি ৩২ নম্বর কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ ০৮ নম্বর।

শেখ রাসেল কাকে খাবার দিতেন?
উত্তরঃ কবুতর, কুকুর (টমিকে)।

শেখ রাসেলের স্মৃতিকথা নিয়ে কে লিখেছেন?
উত্তরঃ মতিউর রহমান।

শেখ রাসেলের জন্মের সময় বাংলাদেশের নাম কী ছিল?
উত্তরঃ পূর্ব পাকিস্তান।

বঙ্গবন্ধুকে ১৯৬৮ সালে মুক্তি দিয়ে সেনা সদস্যরা পুনরায় গ্রেপ্তার করে কোথায় বন্দি রাখে?
উত্তরঃ বই থেকে জেনে নিও।

ধানমন্ডির কত নম্বর সড়কের বাড়িতে শেখ রাসেলের জন্ম হয়?
উত্তরঃ ৩২ নম্বর।

শেখ রাসেলের বড় আপার নাম কী?
উত্তরঃ শেখ হাসিনা।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কত বছর বয়সে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
উত্তরঃ ।

শেখ রাসেল লেকের কোন পাড় দিয়ে সাইকেল চালাতেন?
উত্তরঃ ধানমন্ডি লেকের পূর্ব পাড়।


আমরা বঙ্গবধু ও শেখ রাসেল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো দেওয়ার যথাসাধ্য চেস্টা করেছি।

এছাড়াও শেখ রাসেল সম্পর্কে আরো অনেক প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো তোমরা অবশ্যই শেখ রাসেল ও বঙ্গবন্ধুর জীবনী থেকে জেনে নিও।


শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ বিজয়ীদের ফলাফল কবে, কিভাবে এবং কোথায় দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে ইতোমধ্যে আপডেট পোস্ট করা আছে তা দেখতে নিচের লিংকটি ফলো করুন।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা এর সার্টিফিকেট কিভাবে দেখবো? শেখ রাসেল কুইজের ফলাফল কোথায় পাব এর উত্তর নিচের ২টা পোস্টে করা আছে।

ধন্যবাদ।

২৫০+ শেখ রাসেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর | quiz.sheikhrussel.gov bd

Magazinebd

Magazinebd.com is a bilingual Bangladeshi News-Magazine broadcasts website. Besides this, the site publishes jobs and education, health and beauty tips, science and technology, Bangla love quotes, Islamic Quran and Hadith-related posts, and Overall All Bangla Trending topics.

Related Articles

8 Comments

  1. ভাইয়া আজতো শুক্রবার আমি খ বিভাগের প্রতিযোগিতাটি আগামীকাল শনিবার তো আমাদের কুইজে পরীক্ষা তো আপনারা কি আরো শেখ রাসেল সম্বন্ধে পোস্ট করবেন নাকি?

      1. Hi Khushi,
        Amra amader ei post a sheikh russel o Banga Bandhu somporke onk important questions answer cover koresi..
        Monojog diye sob gulo jene nile asha kori 90% common porbe..InshaAllah..
        THANKS FOR READING OUR UPDATED BLOGS.

    1. Rayhan Shehaq,
      এই পোস্টে আপডেট করা হয়েছে। আরও গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর সংযোজন করা হয়েছে।
      Thanks

    2. হুম আমি কুইস প্রতি যুগিতাই করেছি একটু দেখবেন প্লিজ প্রশ্ন কয়টাই দিবে বলবেন প্লিজ

  2. ভাইয়া আপনারা এই পর্যন্ত কতগুলো কুইজের প্রশ্ন ও উত্তর পোস্ট করেছেন আমি কিভাবে সব গুলো দেখবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button