My country paragraph for All Classes Students: Bangla+English

Hello Dear learners, Welcome to My Country paragraph writing about 10 lines post. In this post, I will teach you how to write a paragraph about your country in your language. I have written down in Bangla for Bangladeshi and India and English for Globally country.

If you are a student of primary school (2,3,4 and 5), high school (classes 6,7,8,9, and 10), or even hsc examinee, This Article is compatible with you. That means After completing reading this post, you can undoubtedly write a paragraph about your country easily.

Let’s Start Now.

My country paragraph/essay is 100-200 words.

Below my country paragraph is broken down for all classes students and 100 to 200 words covered.

Questions: Write a composition on ‘Your Country’ using the given cues.

  • The name of your country,
  • Many kinds of fruits,
  • Many rivers in the country,
  • Different interesting places,
  • Your feelings about the country.

Answers:

My Country

The name of my country is Bangladesh. It became independent in 1971. Dhaka is its capital. Its land area is 1, 47, 570 square kilometres. About 170 million people live here.

It is mainly an agricultural country. Many kinds of fruits grow here. jackfruits, mangoes, bananas, pineapples, guavas, and watermelons are the most common fruits.

My country has also many rivers such as the Padma, the Meghna, the Jamuna, and the Karnaphuli. We have many interesting places also. The Sundarbans, Rangamati, and Cox’s Bazer are very attractive.

The Royal Bengal Tiger lives in the Sundarbans. Cox’s Bazar is the longest beach in the world. Mainamati, Paharpur, and Mohastangar are its historical places.

It is a peaceful country. I love my country very much. I am very proud of my country.


বাংলা অনুবাদ:

আমার দেশ সম্পর্কে অনুচ্ছেদ/প্রবন্ধ (সকল শ্রেনীর জন্য)

আমাদের দেশ সম্পর্কে ৫/১০ টি বাক্য দিয়ে ১০০,১৫,২০০ শব্দে অনুচ্ছেদ লেখার নিয়ম নিচে তুলে ধরা হলো। ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি কিংবা ৬ষ্ট, ৭ম, ৮ম, ৯ম-১০ম শ্রেনির শিক্ষার্থীদের জন্য এটি জানা গুরুত্বপূর্ন।

প্রশ্ন: নিচের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ‘আমার দেশ’ সম্পর্কে একটি রচনা লেখ।

  • তোমার দেশের নাম,
  • বিভিন্ন প্রকার ফল,
  • দেশের বিভিন্ন নদী,
  • বিভিন্ন আনন্দদায়ক স্থান,
  • দেশ সম্পর্কে তোমার অনুভূতি।

উত্তরঃ

আমার দেশ

আমার দেশের নাম বাংলাদেশ। এ দেশ ১৯৭১ সালে স্বাধীন হয়। ঢাকা বাংলাদেশের রাজধানী। এর আয়তন ৫৬,৯৭৭ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। এ দেশে প্রায় ১৭ কোটি মানুষ বসবাস করে।

বাংলাদেশ প্রধানত কৃষি নির্ভর দেশ। এ দেশে বিভিন্ন প্রকার ফল জন্মায়। যেমনঃ কাঁঠাল, আম, কলা, আনারস, পেয়ারা এবং তরমুজ অধিক পরিচিত ফল।

আমার দেশে অনেক নদীও আছে। যেমনঃ পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলি।

আমাদের অনেক আনন্দদায়ক ভ্রমনের জন্য স্থানও রয়েছে। সুন্দরবন, রাঙ্গামাটি এবং কক্সবাজার খুবই আকর্ষণীয় স্থান। রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে।

কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। ময়নামতি, পাহাড়পুর এবং মহাস্থানগড় এটার ঐতিহাসিক স্থান। এটি একটি শান্ত দেশ। আমি আমার দেশকে খুব ভালোবাসি । আমি আমার দেশকে নিয়ে খুবই গর্বিত ।

Finally, I hope it is eliminated to all of you how do I write about my country. Watch the video if you feel need.

Thank you, All.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.