সফটওয়্যার কি? সফটওয়্যার বলতে কি বুঝ? সফটওয়্যার এর কাজ কি?
সুপ্রিয় পাঠক, কেমন আছেন আপনি? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সফটওয়্যার কি? সফটওয়্যার বলতে কি বুঝ? সফটওয়্যার এর কাজ কি? অর্থাৎ সফটওয়্যার সম্পর্কিত বিষয়াদি নিয়ে।
সফটওয়্যার কি? সফটওয়্যার বলতে কি বুঝ? সফটওয়্যার এর কাজ কি?
নিচে ধারাবাহিকভাবে কম্পিউটার সফটওয়্যার কি? সফটওয়্যার কাকে বলে বা সফটওয়্যার বলতে কি বুঝ? সফটওয়্যারএর কাজ কি? সফটওয়্যারের বৈশিষ্টগুলো কি কি? অথবা কম্পিউটার সফটওয়্যারের লক্ষ্যগুলো তুলে ধর। এই চারটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন শুরু করা যাক;
সফটওয়্যার কি?
উত্তরঃ প্রোগ্রাম সমষ্টি যা হার্ডওয়্যার ও হিউম্যানওয়্যারের সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে সক্রিয় করে তাকে সফটওয়্যার বলে।
সফটওয়্যার কাকে বলে বা সফটওয়্যার বলতে কি বুঝ?
উত্তরঃ কম্পিউটারের প্রতিটি অভ্যন্তরীণ কাজকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম বা সফটওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যারের কার্যক্ষমতাকে ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশমালা বা প্রোগ্রামসমূহকে কম্পিউটারের পরিভাষায় সফটওয়্যার বলা হয়।
অন্যভাবেও বলা যায়, সফটওয়্যার হলো ডিজিটাল ইলেক্ট্রনিক্স সংকেতের সমষ্টি। এ সংকেতগুলো ‘অন-বিট’ যেমন- ১ বা ০। কম্পিউটারে ব্যবহৃত অনেকগুলো প্রোগ্রামের সমষ্টিই হলো সফটওয়্যার।
আর এই সফটওয়্যার কম্পিউটারের প্রাণস্বরুপ এবং হার্ডওয়্যারের পরিপূরক। সফটওয়্যার বা প্রোগ্রাম ছাড়া কম্পিউটার পুরোপুরি/সম্পূর্ণ অচল।
কম্পিউটার সফটওয়্যারের ব্যবহার আলোচনা কর বা সফটওয়্যারএর কাজ কি?
উত্তরঃ কম্পিউটারের দু’টো জিনিস ওতোপ্রোতোভাবে কাজ করে। তার একটি হলো হার্ডওয়্যার আর অন্যটি হলো সফটওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে কার্যোপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোন সমস্যা সমাধানের জন্য সফটওয়্যার ব্যবহৃত হয়। মূলত উপযুক্ত সফটওয়্যার ব্যবহারের ফলে কম্পিউটারের প্রাণহীন যন্ত্রাংশগুলো কার্যক্ষম হয়ে উঠে, সফটওয়্যার ছাড়া কম্পিউটারের হার্ডওয়্যারগুলো অচল এবং জঞ্জাল ছাড়া আর কিছুই নয়।
সফটওয়্যারের বৈশিষ্টগুলো কি কি? অথবা কম্পিউটার সফটওয়্যারের লক্ষ্যগুলো তুলে ধর।
উত্তরঃ সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ। নিচে কম্পিউটার সফটওয়্যারের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো।
- কম্পিউটার ও যন্ত্রাংশের জন্য লিখিত সফটওয়্যার একই ধরণের লক্ষ লক্ষ কম্পিউটারে ব্যবহার করা যায়।
- সফটওয়্যারকে দেখা যায়, একে নির্দেশ দেখা যায় কিন্তু দৃশ্যমান এবং ব্যবহারের যোগ্য হলেও হাত দিয়ে স্পর্শ করা যায় না।
- সফটওয়্যার কখনো ক্লান্ত হয়না।
- সফটওয়্যার কখনো ক্ষয় বা নষ্ট হয় না।
প্রিয় পাঠক বন্ধু, ম্যাগাজিন বিডির পক্ষ থেকে আপনাকে জানাই অনেক সুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সাইটে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমরা নিয়মিত আমাদের এই সাইটে চাকরির খবর, লেখাপড়া, কম্পিউটার প্রযুক্তি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি শেয়ার করে থাকি।
আমাদের সাথে ফেইসবুকে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন। অন্যান্য ব্লগ পড়তে সাইট মেনু ফলো করুন অথবা এখানে ক্লিক করুন।